‘আমি এমন অধিনায়ক না যে নেগেটিভ ভাবনা নিয়ে মাঠে নামবো’

নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগামীকাল টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এই যাত্রা। আগেরবারের টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের অবস্থান সুখকর ছিল না। ফলে এবার নতুন মিশনটা নতুন করেই শুরু করতে চান অধিনায়ক মুমিনুল হক।

নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগামীকাল টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এই যাত্রা। আগেরবারের টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের অবস্থান সুখকর ছিল না। ফলে এবার নতুন মিশনটা নতুন করেই শুরু করতে চান অধিনায়ক মুমিনুল হক।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মুমিনুল বলছিলেন, ‘পাকিস্তান বিশ্বের সেরা টেস্ট দলগুলোর একটি। ওদের বিপক্ষে টেস্ট ম্যাচ খুবই চ্যালেঞ্জিং হবে। তবে আমিও আমার দল নিয়ে আত্মবিশ্বাসী। টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য আমরা দুরদর্শী চিন্তা করেই মাঠে নামতে চাই।’

এছাড়া টেস্ট দলের নিয়মিত ওপেনার সাইফ হাসান। যদিও এখনো সেভাবে প্রমাণ করতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। এর মধ্যেই আবার টি-টোয়েন্টি দলে ডাকা হয় তাঁকে। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই হয়েছেন ব্যর্থ। ফলে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দল থেকে বাদ পড়ে যান এই ওপেনার। এখন টেস্টে নিজের সেরাটা সাইফ দিতে পারবেন কিনা সেটাও প্রশ্ন।

সাইফকে নিয়ে মুমিনুল বলছিলেন, ‘আমার মনে হয় টেস্ট আর টি-টোয়েন্টি আলাদা। টি-টোয়েন্টি ম্যাচে ও(সাইফ) কী করেছে সেটা নিয়ে এখন আর ভাবতে চাইনা। টেস্টে সাইফ নতুন করেই শুরু করবে।’

ওদিকে টেস্টে কেমন উইকেট হবে সেটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। যদিও চট্টগ্রামের উইকেটে রান বেশি হবারই কথা। মুমিনুলও জানিয়েছেন তেমন কথাই। মুমিনুল বলেন, ‘আমি দেখে যতটুকু বুঝলাম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে, ভালো রান হবে আমার মনে হয়। তাও আগামীকাল সকালে আরেকবার দেখব।’

এছাড়া সাদা বলের ক্রিকেটে খুব একটা ভালো সময় কাটাচ্ছেন না লিটন কুমার দাস। টি-টোয়েন্টি দল থেকেও সম্প্রতি বাদ পড়েছেন। যদিও টেস্টে রান করে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই টেস্টেও উইকেটের পিছনে হয়তো তাকেই দেখা যাবে। সেক্ষেত্রে মানসিকভাবে কতটা চাঙা আছেন লিটন এমন প্রশ্নও ছিল।

কিংবা অধিনায়ক হিসেবে মুমিনুল লিটনকে কীভাবে সহায়তা করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার মনে হয় লিটন এসব নিয়ে এখন ভাবছে না। আমরা সবাই এখন টেস্ট নিয়েই ভাবছি। লিটনকেও মানসিক ভাবে চাঙাই মনে হচ্ছে। ফলে শর্টার ফরম্যাটের ক্রিকেটে কি হয়েছে সেগুলো নিয়ে আমরা ভাবছিনা।’

এদিকে সাকিব না থাকায় একাদশ সাজাতে বেশ ভুগতে হচ্ছে বাংলাদেশকে। একজন কম ব্যাটসম্যান কিংবা বোলারকে নিয়ে মাঠে নামতে হবে। সাকিবকে মিস করছেন কিনা এই প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘সাকিব ভাই থাকলে তো সুবিধা হয়ই। এমনিতেও টেস্টে সিনিয়রদের দরকার হয়। তামিম ভাইও খেলতে পারতেসে না। রিয়াদ ভাইও অবসর নিলেন। তাসকিনও খুব ভালো বোলিং করছিল। এরা সবাই থাকলেই ভালো হত।’

সবমিলিয়ে নিজেদের থেকে অনেক শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। কাগজে কলমে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে এই বাংলাদেশ দল। ফলে জয়ের কথা মাথায় রেখে মাঠে নামতে পারাটা সহজ না। তবে মুমিনুল জানিয়েছেন ভিন্ন কথা।

তিনি বলেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামব। আমি এমন অধিনায়ক না যে নেগেটিভ ভাবনা নিয়ে মাঠে নামবো। আমার মনে হয় পুরো দলই জয়ের জন্যই মাঠে নামবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...