২০২৩ বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ!

চূড়ান্ত রকমের নাটকীয়তায় মোড় নিচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আগেই নির্ধারিত ছিল,  ক্রিকেটীয় এ মহাযজ্ঞের আতিথিয়তা দিবে ভারত। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের সাথে এ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হতে পারে বাংলাদেশ। 

চূড়ান্ত রকমের নাটকীয়তায় মোড় নিচ্ছে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ। আগেই নির্ধারিত ছিল,  ক্রিকেটীয় এ মহাযজ্ঞের আতিথিয়তা দিবে ভারত। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের সাথে এ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হতে পারে বাংলাদেশ।

মূলত এ গুঞ্জন উসকে দিয়েছে পাকিস্তান-ভারতের চলমান বৈরীতা। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আর শুরু থেকেই পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনে বেঁকে বসেছিল ভারত। তবে সময় গড়ানোর সাথে সাথে ভারতের সুরও কিছুটা নরম হয়।

পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তবে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে – এই শর্তে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটি প্রস্তাব উত্থাপন করে। পাকিস্তানও তাতে সায় দিয়েছিল। পাকিস্তানের পাশাপাশি হাইব্রিড এশিয়া কাপ মডেল সাপেক্ষে তারা সংযুক্ত আরব আমিরাত ভেন্যুও ঠিক করে ফেলেছিল।

তবে নতুন খবর হলো, ভারতের মতোই পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) অনুরূপ প্রস্তাব দিয়েছে ভারতের বিশ্বকাপ আয়োজনে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যু হিসেবে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করার দাবি জানিয়েছে পিসিবি। সে বিবেচনায়, ২০২৩ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ হতে পারে বাংলাদেশ। মানে, বিশ্বকাপে পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে বাংলাদেশের মাটিতে।

২০১১ সালে শেষবার ভারত আর শ্রীলঙ্কার সাথে যৌথ আয়োজক হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। সে বার উদ্বোধনী অনষ্ঠান ছাড়াও বিশ্বকাপের ৮ টি ম্যাচ গড়িয়েছিল বাংলাদেশের মাটিতে। তবে এবার ব্যাটে বলে মিললে ম্যাচ সংখ্যায় আগের বারকেও ছাপিয়ে যেতে পারে বাংলাদেশ।

কারণ, রাউন্ড রবিন লিগ পাকিস্তান নয়টি ম্যাচ খেলবে। আর পাকিস্তানের এমন প্রস্তাব মেনে নিলে বিশ্বকাপের ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এর মানে, বাংলাদেশ দল নিজেরাও আসরে নিজেদের অন্তত একটা ম্যাচ পাবে নিজেদের মাটিতে।

তবে পরিস্থিতি এখনও বেশ জটিল। যদি, পাকিস্তান ফাইনালে উঠে যায়, তাহলে সেই ম্যাচই বা অনুষ্ঠিত হবে কোথায়? তাই, পাকিস্তানের এমন প্রস্তাব নিশ্চিতভাবেই মেনে নেওয়ার কথা নয় ভারতের। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) হঠাৎ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত কিনা সেটিও প্রশ্নসাপেক্ষ। তবে, সবকিছু মিলে গেলে ভারতের একক আয়োজনের অংশীদার হতে যাচ্ছে বাংলাদেশ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...