Social Media

Light
Dark

বাবর আজমের সাথে অন্যায় করেছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তড়িঘড়ি করে অধিনায়ক করা হয়েছিল বাবর আজমকে, কিন্তু বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য এনে দেয়া তো দূরে থাক উল্টো সমর্থকদের লজ্জায় ডুবিয়েছে তাঁর দল। তাই তো দেশজুড়ে সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে, যদিও বড় একটা অংশের সমর্থনও পেয়েছেন তিনি। তাঁদের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মূলত বিশ্বকাপ ব্যর্থতার জন্য দায়ী।

ads

এমনই একজন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট, সম্প্রতি বাবরের পক্ষ নিয়ে পিসিবির কড়া সমালোচনা করেছেন। তাঁর দাবি, বাবরকে ঠিকঠাক ব্যবহার করতে পারেনি ক্রিকেট বোর্ড।

তিনি বলেন, ‘প্রথমেই বলে রাখি বাবর বর্ন লিডার নয়, কিন্তু আপনারা তাঁর সঙ্গে অন্যায় করেছেন। তাঁকে অধিনায়কত্ব করার আগে প্রস্তুত হওয়ার সুযোগ দেননি। তাঁর কাজ সহজ করার জন্য আপনারা কে কি করেছেন? আপনারা এমন দু’জনকে ফিরিয়েছেন যারা টিভিতে তাঁকে অনবরত ছোট করতো।’

ads

দু’জন বলতে মূলত ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমিরকে বুঝিয়েছেন সাবেক এই ব্যাটার। কেননা জাতীয় দলে ফেরার আগে পাকিস্তানের বর্তমান অধিনায়ককে নিয়ে বিভিন্ন আলোচনায়-সমালোচনা করতেন উভয়েই। তিনি জানান, এই দু’জন দলে ফেরায় বাবরের অবস্থান খানিকটা নড়বড়ে হয়ে গিয়েছিল।

এই তারকা আরো যোগ করেন, ‘ওয়ানডে বিশ্বকাপের পর আবার অধিনায়ক পরিবর্তন করেছেন; কিন্তু দুই সিরিজ পরে সেই সিদ্ধান্ত-ই বদলেছেন। দলে ভাঙ্গন তো আপনাদের জন্যই হলো।’ – উল্লেখ্য, ২০২৪ বিশ্বকাপে পাকিস্তানের ড্রেসিরুমে একাধিক গ্রুপ তৈরির খবর প্রকাশ্যে এসেছিল, আর গ্রুপ তৈরির পিছনে নেতৃত্বের রদ-বদল তাৎপর্যপূর্ণ প্রভাব রেখেছে।

এরপর অবশ্য টিম ম্যানেজম্যান্টকে আরো সহায়ক হওয়ার আহ্বান করেন বাট। তিনি বলেন, ‘টিম ম্যানেজম্যান্টে উপযুক্ত মানুষেরা থাকতে হবে। আপনারা এমন সব লোককে দল চালানোর দায়িত্বে বসিয়ে রেখেছেন যারা নিজেদের জীবনই ঠিকঠাক চালাতে পারেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link