যেভাবে চোটে সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই কুচঁকির চোটে পড়েছিলেন। সেখান থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই শুরু করেছেন টেস্ট খেলা। টেস্টে প্রথম ইনিংসে ৬৮ রানের ইনিংসও খেলেছেন সাকিব আল হাসান। আর এরপরই বল করার সময় আবার কুচঁকির চোটে পড়েন। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই কুচঁকির চোটে পড়েছিলেন। সেখান থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই শুরু করেছেন টেস্ট খেলা। টেস্টে প্রথম ইনিংসে ৬৮ রানের ইনিংসও খেলেছেন সাকিব আল হাসান। আর এরপরই বল করার সময় আবার কুচঁকির চোটে পড়েন।

প্রথমে মনে হয়েছিলো পুরোনো ব্যাথাটা। কিন্তু স্ক্যান করার পর দেখা গেছে নতুন করে ব্যাথা পেয়েছেন তিনি। চট্টগ্রাম টেস্টে ফেরার সম্ভাবনা প্রায় শূন্য। ঢাকা টেস্টেও ফিরতে পারবেন কিনা, তা নিয়ে তৈরী হয়েছে সংশয়।

সাকিব আল হাসানের চোটে পড়ার ধারাবাহিক ছবি রইলো।

১. ব্যাথা শুরু হচ্ছে

২. প্রথম ব্যাথা টের পেলেন

৩. আম্পায়ার এগিয়ে এলেন

৪. অসহ্য ব্যাথা

৫. দাড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিলো

৬. নুয়ে পড়েছেন ব্যাথায়

৭. বসে পড়তে যাচ্ছিলেন

৮. বসেই পড়লেন যন্ত্রনায়

৯. বেরিয়ে যাচ্ছেন মাঠ থেকে

ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড/রতন গোমেজ

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...