`২৫০-ই যথেষ্ঠ রান’!

জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে উইকেটে তৃতীয় দিনের সকাল থেকেই বল টার্ন করতে দেখা গেছে। স্পিনাররা বাড়তি সুবিধাও পেয়েছে। তৃতীয় দিন দুই দল মিলে হারিয়েছে ১১ উইকেট। যার ১০ টিই শিকার করেছে স্পিনাররা। বাকি উইকেটটি পেয়েছেন পেসার গ্যাব্রিয়েল।

তৃতীয় দিন শেষে ২১৮ রানের লিড নিয়ে চট্টগ্রাম টেস্টে চালকের আসনেই রয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হাতে রয়েছে এখনো ৭ উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য ২৫০ রানই যথেষ্ঠ।

২৫০ রানকে জয়ের জন্য যথেষ্ঠ বললেও তাইজুল শঙ্কা প্রকাশ করেছেন খারাপ বোলিং করলে এই রান নিয়ে জয় পাওয়া কঠিন হয়ে যেতে পারে। চতুর্থ দিনেও ব্যাটিং করবে বাংলাদেশ। তাইজুল জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে আরো বড় লক্ষ্য দিতে চায় তাঁরা।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘এই উইকেটের জন্য তৃতীয় দিনে এটা ভালো লিড। এছাড়া কাল তো ব্যাটিং করবো। এই উইকেটে ২৫০ রানই যথেষ্ঠ। তবে একটা বিষয় আছে আমাদের প্রথম সেশন যে রকম খারাপ বোলিং করেছি ঐরকম বোলিং করলে এই রানে জেতা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় সেশনে যে রকম বোলিং করছি ঐরকম করলে ২৫০ যথেষ্ঠ। তাঁর পরেও আমাদের আশা ওদের ৩০০-৩৫০ এর মতো লক্ষ্য ছুঁড়ে দেওয়া।’

জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামে উইকেটে তৃতীয় দিনের সকাল থেকেই বল টার্ন করতে দেখা গেছে। স্পিনাররা বাড়তি সুবিধাও পেয়েছে। তৃতীয় দিন দুই দল মিলে হারিয়েছে ১১ উইকেট। যার ১০ টিই শিকার করেছে স্পিনাররা। বাকি উইকেটটি পেয়েছেন পেসার গ্যাব্রিয়েল।

ক্যারিবিয়ান স্পিনার রাহকিম কর্ণওয়ালের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১ রানে ইনিংসের দ্বিতীয় ওভারে রাহমিক কর্ণওয়ালের ঘূর্ণিতে রানের খাতা খোলার আগেই ফিরে যান তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ দিনে উইকেটে বল আরো বেশী টার্ন করবে। তাই ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে রান করা সহজ হবে না স্বাগতিক ব্যাটসম্যানদের। তাইজুল ইসলাম জানিয়েছেন বড় রানের লক্ষ্য দিতে চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকেও।

তিনি বলেন, ‘ওরা অবশ্যই ভালো বল করতেছে। আপনি দেখবেন যে ওদের স্পিনাররা প্রথম ইনিংসে ভালো বল করছে। আজকেও ব্রেক থ্রু দিছে। আমি মনে করি যে ওরা যদি ভালো জায়গাতে বল করে তবে আমাদের কাজটাও সহজ হবে না। আমাদেরও কঠিন হবে। আমাদেরও সেই চ্যালেঞ্জটা নিতে হবে।’

টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬ ওভার বল করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। তৃতীয় দিন মাঠে নামেননি সাকিব। তাই সিনিয়র হিসাবে সাকিবের দায়িত্বটা নিতে হয় তাইজুলকে। দিনের শুরুতে একটি উইকেট পাওয়ার পর দ্বিতীয় উইকেট পেতে তাইজুলকে অপেক্ষা করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ পর্যন্ত। সফরকারীদের শেষ ব্যাটসম্যান ওয়ারিক্যানকে আউট করেন তাইজুল।

সাকিবের অবর্তমানে দায়িত্বটা যে ভালো ভাবে পালন করতে পারেননি এই বাঁহাতি স্পিনার সেটা মানছেন তাইজুল নিজেও। তিনি বলেন, ‘হয়তো আমার যতোটা পালন করা উচিত ছিলো ততোটা পারিনি। তবে দ্বিতীয় সেশনে আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। ঐ সময়টাতে ক্যামব্যাক করতে পেরেছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...