কাভার ড্রাইভ, কোহলি বনাম বাবর

ক্রিকেট  ব্যাকরণের অন্যতম সুন্দর শট কাভার ড্রাইভ কোন ব্যাটার বেশি ভালো খেলেন তা নিয়েও তর্কের শেষ নেই। তবে সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানের চোখে অবশ্য কাভার ড্রাইভ খেলায় ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলিই খানিকটা এগিয়ে।

প্রজন্মের সেরা দুই ব্যাটার বিরাট কোহলি আর বাবর আজম। বর্তমান সময়ে কে সেরা সেই বিতর্কে তাই বিরাট আর বাবরকে নিয়ে তর্কে মেতে থাকেন ভারত-পাকিস্তানের সমর্থকরা।

ক্রিকেট  ব্যাকরণের অন্যতম সুন্দর শট কাভার ড্রাইভ কোন ব্যাটার বেশি ভালো খেলেন তা নিয়েও তর্কের শেষ নেই। তবে সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খানের চোখে অবশ্য কাভার ড্রাইভ খেলায় ভারতীয় ব্যাটিং জিনিয়াস বিরাট কোহলিই খানিকটা এগিয়ে।

রশিদ খানের মতে কাভার ড্রাইভ খেলার ক্ষেত্রেও বিশ্বের সেরা বিরাট। দেখার জন্য এবং বিরাট কাভার ড্রাইভ করার সময় ব্যাট এবং বল যে শব্দ তৈরি করে তা শোনার জন্য দারুণ বলেও মনে করেন রশিদ।

ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘আমার মতে, বিশ্বের অন্য যে কারোর থেকে বিরাট এই শটটি ভালো খেলেন। তাঁর কাভার ড্রাইভ দেখতে সুন্দর এবং শুনতেও সুন্দর।’

তবে এইক্ষেত্রে রশিদ খুব বেশি পিছিয়ে রাখতে চাইলেন না বাবরকেও। জানালেন কাভার ড্রাইভ খেলার ক্ষেত্রে বিরাটের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই বাবর। এছাড়াও এই শট খেলার ক্ষেত্রে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকেও উপরের দিকেই রাখেন রশিদ।

রশিদ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই বাবরও বিরাটের কাছাকাছি আছে। এক্ষেত্রে বিরাট ও বাবরের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। একই সাথে কেন উইলিয়ামসনও আছে।’

কাভার ড্রাইভের ক্ষেত্রে বিরাটকে এগিয়ে রাখার পর সুইপ শট খেলার ক্ষেত্রে রশিদের কাছে সেরা পাকিস্তান কিংবদন্তি ইউনুস খান। সুইপ শটের ক্ষেত্রে ইউনুসের ধারেকাছেও কেউ নেই বলে মনে করেন রশিদ।

তিনি বলেন, ‘ইউনুস এমন একজন ছিলেন যিনি কিনা অন্য যে কারো চেয়ে সুইপ শটটা দারুণ খেলতো। আমিও ইউটিউবে তাঁর ভিডিও দেখে দেখে সুইপ শট খেলা শিখছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...