বিশ্বকাপ জিতিয়েই অবসরে যাবেন সাকিব!

সাকিব আল হাসান আভাস দিয়েছেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেই ব্যাট প্যাড তুলে রাখবেন তিনি। কিন্তু সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার আজ জানিয়েছেন ২০২৩ সালের বিশ্বকাপ জিততে না পারলে ২০২৭ সালের বিশ্বকাপও খেলবেন তিনি।

ক্রিকেট দুনিয়ার যে প্রান্তেই বাংলাদেশ লড়াই করুক না কেন সেখানেই চাতক পাখির মতো চেয়ে থাকে সমর্থকরা; স্বপ্ন বুনেন বিজয় উল্লাসের। আর সেই স্বপ্ন দেখতে গিয়ে একটু আলাদা করেই নজরে রাখেন দলের সেরা তারকা সাকিব আল হাসানকে। সাকিব যেন বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নের সারথি।

সাকিব স্বপ্ন দেখেন, সাকিব স্বপ্ন দেখান, সাকিব হৃদয়ে স্বপ্ন লালন করেন। নিজের কত সাক্ষাৎকারে বিভিন্ন সময় সাকিব জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আগে দেশের হয়ে অন্তত একটা শিরোপা জিততে চান তিনি। কিন্তু ব্যাটে বলে বাংলাদেশের অনেক জয়ের গাঁথুনি গেঁথে দিয়েও শিরোপার স্বাদ পাওয়া হয়নি এই অলরাউন্ডারের।

বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সাকিব আল হাসান আভাস দিয়েছেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেই ব্যাট প্যাড তুলে রাখবেন তিনি। কিন্তু সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার আজ জানিয়েছেন ২০২৩ সালের বিশ্বকাপ জিততে না পারলে ২০২৭ সালের বিশ্বকাপও খেলবেন তিনি।

দারাজ বাংলাদেশের এক ফেসবুক লাইভে উপস্থাপিকা সাকিবকে প্রশ্ন করেন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে? আত্নবিশ্বাসী সাকিব জবাব দেন ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপই জিতবে বাংলাদেশ। উপস্থাপিকা পাল্টা প্রশ্ন করেন ২০২৩ বিশ্বকাপ নিয়ে সাকিব কেনো এতো আত্নবিশ্বাসী?

এবার বিশ্বসেরা অলরাউন্ডারের উত্তরটা ছিলো আরো আত্নবিশ্বাসী। সাকিব জানান তিনি খেলবেন বলেই ২০২৩ সালের বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। সাকিব আরো জানান ২০২৩ সালের বিশ্বকাপ না জিততে পারলে ২০২৭ সালের বিশ্বকাপও খেলবেন তিনি।

কিছু দিন আগেই ৩৪ বছরে পা দেওয়া সাকিব আল হাসানের ২০২৭ বিশ্বকাপের সময় বয়স হবে ৪০! বয়সটাকে শুধুই একটা সংখ্যা প্রমাণ করে সাকিব ২০২৭ সালের বিশ্বকাপও খেলে ফেলবেন কিনা এই প্রশ্নটা সময়ের হাতেই তোলা থাক।

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য এখন ভারতে অবস্থান করছেন এই অলরাউন্ডার। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই বার শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। দুই বারই শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বাংলাদেশের ক্রিকেটারদের ভিতর সাকিবই সবচেয়ে বেশী আইপিএল খেলেছেন। আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ১২৬.৬৬ স্টাইকরেটে ৭৪৬ রান করেছেন সাকিব। আইপিএলে বল হাতেও সফল ছিলেন এই অলরাউন্ডার। বল হাতে ৬৩ ম্যাচে শিকার করেছেন ৫৯ উইকেট।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...