Social Media

Light
Dark

ব্যাটিং পজিশন হারাচ্ছেন সাকিব

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ স্বপ্নের মতো কাটিয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে ৮ ম্যাচে ২ টি সেঞ্চুরি ও ৫ টি হাফসেঞ্চুরিতে ৮৬.৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন সাকিব। বিশ্বকাপে অতিমানবীয় এই পারফরমেন্স সাকিব করেছিলেন তিন নাম্বার পজিশনে ব্যাট করে। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব থাকছেন না তার প্রিয় পজিশনে। তিন নাম্বারের জন্য বিবেচনা করা হচ্ছে নাজমুল হাসান শান্তকে।

ads

বাংলাদেশের হয়ে তিন নাম্বার পজিশনে সবচেয়ে সফল ব্যাটসম্যান সাকিব আল হাসান। এই পজিশনে ২৩ ইনিংসে ৫৮.৮৫ গড়ে ২ সেঞ্চুরি ও ১১ হাফসেঞ্চুরিতে ১১৭৭ রান করেছেন সাকিব। এরপরেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন নাম্বারে জায়গা পাচ্ছেন না সাকিব। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন শান্তকে তিনে দিয়ে সাকিবকে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। সাকিবের পর ব্যাটিং অর্ডারে থাকবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ডমিঙ্গো বলেন, ‘আমি খেলোয়াড়দের সাথে ইতোমধ্যে কথা বলেছি। তারা তাদের দায়িত্ব সম্পর্কে জানে। এখনো একাদশ জানাইনি, কিন্তু আজই, গণমাধ্যম জানার আগেই তারা জেনে যাবে তাদের কার পজিশন কোথায় হবে। শান্ত দারুণ ফর্মে আছে। সাকিবকে ফিরে পাওয়াও দারুণ। বিশ্বকাপে তিন নম্বরে অবিশ্বাস্য ব্যাটিং করেছে। কিন্তু এই মুহূর্তে আমি তিন অভিজ্ঞ সাকিব, মুশফিক ও রিয়াদকে চার, পাঁচ ও ছয়ে ভাবছি। এতে মিডল অর্ডার পরিপক্বতা পাবে, আর উপমহাদেশে মিডল অর্ডার বড় ভূমিকা রাখে।’

ads

আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। নিষিদ্ধ হওয়ার আগেও তিন নাম্বার পরিজশনে ব্যাট করেছেন এই অলরাউন্ডার। দলের প্রধান বোলারদেরও একজন সাকিব। রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার কারণেই চাপ দিতে চাচ্ছেন না তাকে। তাই ব্যাটিং অর্ডারে পিছিয়ে দিয়ে সাকিবকে দম ফেলার সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।

ডমিঙ্গো বলেন, ‘সাকিব অনেকদিন হল আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। চার নম্বর পজিশন তাকে দম ফেলার সুযোগ দিবে। আমরা সবাই জানি সে বিশ্বমানের খেলোয়াড়। এই ব্যাটিং লাইনআপ তো স্থায়ী হচ্ছে না। বিশ্বকাপের আগে অনেক সময় আছে, আমাদের অনেক পরীক্ষানিরীক্ষা করতে হবে।’

প্রধান নির্বাচক আগেই জানিয়েছিলেন ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে এই সিরিজ থেকেই। ডোমিঙ্গোও বলেছেন বিশ্বকাপের আগেই চূড়ান্ত করা হবে ক্রিকেটারদের ব্যাটিং অর্ডার। তার আগে স্বাভাবিক ভাবেই কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে চান টাইগারদের প্রধান কোচ। সাকিবকে চারে পাঠিয়ে শান্তকে তিনে নামানো সেই পরীক্ষ নিরীক্ষারই অংশ বলে জানিয়েছে ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘শান্ত তরুণ ভালো একজন খেলোয়াড় যে ইদানীং ভালো করছে। আমাদের তরুণ ব্যাটসম্যানদের তো গড়ে তুলতে হবে। এই অঞ্চলে শীর্ষ তিন পজিশনই ব্যাটসম্যানদের গড়ে তোলার আদর্শ জায়গা।’

এর আগে ওয়ানডেতে ৪ নাম্বার পজিশনে ৩০ ইনিংস ব্যাট করে ৪১.৬৯ গড়ে ৯৫৯ রান করেছেন সাকিব। ক্যারিয়ারে ৫ নম্বর পজিশনে সবচেয়ে বেশি ব্যাট করেছেন এই অলরাউন্ডার। এই পজিশনে তিনি ১২৫ ইনিংস ব্যাট করে ৩৫.৩৩ গড়ে ৫ সেঞ্চুরিতে ৩৮৫২ রান করেন। ছয়ে নেমে ১৪ ইনিংসে ২২.৫০ গড়ে করেছেন মাত্র ৩১৫ রান এবং সাতে নেমে ২ ইনিংসে করেছেন ২০ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link