বিপিএলের কচ্ছপগতির ফিফটি!

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়। তবে তবে ফিফটি ছুঁয়েছিলেন ৫১ বলে। যা বিপিএল ইতিহাসের মন্থরতম ফিফটিগুলোর একটি। তবে এটিই কিন্তু বিপিএল ইতিহাসের সবচেয়ে মন্থরতম পঞ্চাশ না। চলুন দেখে নেওয়া যাক কচ্ছপ গতির সেই অর্ধশতকগুলো।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়। তবে তবে ফিফটি ছুঁয়েছিলেন ৫১ বলে। যা বিপিএল ইতিহাসের মন্থরতম ফিফটিগুলোর একটি। তবে এটিই কিন্তু বিপিএল ইতিহাসের সবচেয়ে মন্থরতম পঞ্চাশ না। চলুন দেখে নেওয়া যাক কচ্ছপ গতির সেই অর্ধশতকগুলো।

  • শোয়েব মালিক (৫২ বল) 

২০১৭ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৫২ বলে পঞ্চাশ পূরণ করেছিলেন শোয়েব মালিক। যদিও ঢাকার দেওয়া ১২৯ রানের সহজ লক্ষ্যের কারণেই রয়েশয়ে ব্যাটিং করেছিলেন পাকিস্তানি এ ব্যাটার। শেষ পর্যন্ত ৫৩ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে কুমিল্লাকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি।

 

  • ইমরুল কায়েস (৫২ বল) 

শোয়েব মালিকের মতোই বিপিএলে একবার ৫২ বলে পঞ্চাশ পূরণ করেছিলেন ইমরুল কায়েস। ২০১৯ সালের বিপিএলে ঢাকা প্লাটুনের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে শেষ পর্যন্ত ৫৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর তাঁর ঐ ইনিংস দিয়েই ম্যাচসেরা হয়েছিলেন কায়েস।

 

  • এনামুল হক বিজয় (৫১ বল )

মন্থরতম ফিফটির দিক দিয়ে বিজয় এই তালিকায় তৃতীয় হলেও তিনি অবশ্য আরেকটি মানদণ্ডে প্রথম। কেননা আগের দুই ব্যাটার রান তাড়া করতে নেমে খেলেছিলেন। তবে বিজয় ৫১ বলে পঞ্চাশ পূরণ করছেন প্রথমে ব্যাট করে। বিপিএলে প্রথমে ব্যাট করে এত বল হজম করে ফিফটির রেকর্ড নেই আর কোনো ব্যাটারের।

 

  • সৌম্য সরকার (৫১ বল ) 

ধীরগতির ফিফটির এ তালিকায় রয়েছে সৌম্য সরকারেরও নাম। ২০১৫ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে এই ফিফটিটি করেছিলেন তিনি। অবশ্য চিটাগাং ভাইকিংসের দেওয়া ১১২ রানের লক্ষ্যটা নাগালেই ছিল। পরিস্থিতি অনুযায়ী সে ম্যাচে ব্যাটিং করেছিলেন সৌম্য। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে।

 

  • মোহাম্মদ শেহজাদ (৪৯ বল) 

 

এমনিতে বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিতি থাকলেও আফগান এ ব্যাটারও বিপিএলের মঞ্চে খেলেছেন ধীরগতির এক ইনিংস। ২০১৬ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৯ বলে ফিফটি পেয়েছিলেন এ ব্যাটার। রংপুর রাইডার্স জেতানো ম্যাচে ৪৯ বলে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছিলেন তিনিই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...