এক টুর্নামেন্ট, একাধিক সেঞ্চুরি

২০১৭ সালে এক আসরে দুই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন প্রোটিয়া ওপেনার হাশিম আমলা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরির পর গুজরাট লায়ন্সের বিপক্ষেও দুর্দান্ত এক সেঞ্চুরি করেন আমলা। তবে কাকতালীয় ভাবে দুই ম্যাচেই তিনিন খেলেছেন ১০৪ রানের ইনিংস। এমনকি ওই দুই ম্যাচে ১০৪ রানের ইনিংস খেলেছেন ৬০ বলে! তাও আবার দুই দুই ইনিংসেই স্ট্রাইক রেট ছিল ১৭৩। এবং দুই ম্যাচেই সেঞ্চুরির পরও হার নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল কিংস ইলেভেন পাঞ্জাব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই চার-ছক্কার ফুলঝুরি আর দুর্দান্ত ইনিংসের সমারোহ। টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের ছাপিয়ে ব্যাটারদের আধিপত্যটাই স্বাভাবিক। আইপিএলে ব্যাপারটা আরও বেশি। বিশ্বের নামি-দামি টি-টোয়েন্টি তারকাদের দেখা মিলে এই টুর্নামেন্টে। তাই প্রতি আসরেই দেখা যায় বেশ কিছু তাণ্ডবময় ইনিংস। প্রতি আসরে ব্যাট হাতে সেঞ্চুরিও করছেন অনেকেই।

তবে এখন পর্যন্ত আইপিএলে কোনো আসরে একের বেশি সেঞ্চুরির দেখা পেয়েছেন এমন ব্যাটার আছেন মোটে পাঁচজন। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন এক ইংলিশ তারকা। আইপিএলের এক আসরে একাধিক সেঞ্চুরির মালিক বনে যাওয়া সেই সব তারার মেলার খোঁজ করা যাক।

  • ক্রিস গেইল – ২০১১ (২ সেঞ্চুরি)

২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেনে ৫৫ বলে ১০২ রানের তাণ্ডবময় এক সেঞ্চুরি করেন গেইল। ম্যাচ কয়েক বাদেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে করেন আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি।

৪৯ বলে পাঞ্জাবের বিপক্ষে খেলেন ১০৭ রানের বিধ্বংসী এক ইনিংস। গেইল তাণ্ডবে দুই ম্যাচেই জয় পায় ব্যাঙ্গালুরু। আইপিএলে এক আসরে প্রথম ক্রিকেটার হিসেবে দেখা পান একাধিক সেঞ্চুরির। ৬০৮ রান নিয়ে ওই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ক্যারিবিয়ান তারকা।

  • বিরাট কোহলি – ২০১৬ (৪ সেঞ্চুরি)

২০১৬ আইপিএলে ব্যাট হাতে বিরাট ছিলেন উড়ন্ত ফর্মে। গড়েন এক আসরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। সেবার দল ব্যর্থ হলেও ব্যাট হাতে ৯৭৩ রান করেন এই তারকা।

এক আসরে সর্বোচ্চ চার সেঞ্চুরি রেকর্ড গড়েন বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তৎকালীন এই অধিনায়ক গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলেন ৬৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস। যদিও সে ম্যাচে বোলিং ব্যর্থতায় হেরে যায় দল।

এরপর রাইজিং পুনে সুপার জায়েন্টসের বিপক্ষে করেন ৫৮ বলে অপরাজিত ১০৮ রান। আসরে নিজের তৃতীয় সেঞ্চুরিটা করেন গুজরাটের বিপক্ষেই! খেলেন ৫৫ বলে ১০৯ রানের টর্নেডো ইনিংস। এরপর পাঞ্জাবের বিপক্ষে ৫০ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংসের পথে ওই আসরে নিজের চতুর্থ সেঞ্চুরির দেখা পান এই ভারতীয় তারকা!

  • হাশিম আমলা – ২০১৭ (২ সেঞ্চুরি)

২০১৭ সালে এক আসরে দুই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন প্রোটিয়া ওপেনার হাশিম আমলা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরির পর গুজরাট লায়ন্সের বিপক্ষেও দুর্দান্ত এক সেঞ্চুরি করেন আমলা।

তবে, কাকতালীয় ভাবে দুই ম্যাচেই তিনিন খেলেছেন ১০৪ রানের ইনিংস। এমনকি ওই দুই ম্যাচে ১০৪ রানের ইনিংস খেলেছেন ৬০ বলে! তাও আবার দুই দুই ইনিংসেই স্ট্রাইক রেট ছিল ১৭৩। এবং দুই ম্যাচেই সেঞ্চুরির পরও হার নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল কিংস ইলেভেন পাঞ্জাব!

  • শেন ওয়াটসন

আইপিএলের ২০১৮ আসরে চেন্নাই সুপার কিংসের ওপেনার শেন ওয়াটসন হাঁকিয়েছিলেন জোড়া সেঞ্চুরি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৭ রানে ১০৬ রানের অসাধারণ ইনিংসের পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলেন ৫৭ বলে ১১৭ রানের বিধ্বংসী এক ইনিংস।

ওয়াটসনের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিল চেন্নাই। আম্বাতি রাইডুর পর সেবার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই অজি তারকা।

  • শিখর ধাওয়ান – ২০২০ (২ সেঞ্চুরি)

২০২০ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওপেনার শিখর ধাওয়ান। ওই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন দ্বিতীয়তে। চার ফিফটির পাশাপাশি দেখা পেয়েছিলেন দুই সেঞ্চুরির।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসের পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলেন ৬১ বলে ১০৬ রানের হার না মানা ইনিংস। চেন্নাইর বিপক্ষে জয়ের দেখা পেলেও পাঞ্জাবের বিপক্ষে হেরে যায় ধাওয়ানের দিল্লি।

  • জশ বাটলার – ২০২২ (২ সেঞ্চুরি)*

এই তালিকার সবশেষ সংযোজন রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার জশ বাটলার। আইপিএলের পঞ্চদশ আসরে এখন পর্যন্ত করেছেন  দুর্দান্ত দুই সেঞ্চুরি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬৮ বলে সেঞ্চুরির পর সবশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬১ বলে খেলেন ১০৩ রানের অসাধারণ এক ঝড়ো ইনিংস।

৬ ম্যাচে ৩৭৫ রান নিয়ে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। দুই সেঞ্চুরি ছাড়াও করেছেন দুই ফিফটিও। ইংলিশ এই তারকা এবার ব্যাট হাতে আছেন বিধ্বংসী ফর্মে। অবশ্য বাটলারের সামনে সুযোগ রয়েছে বিরাটের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। যে ফর্মে আছেন তাতে আর দুই সেঞ্চুরি পাওয়াটা অসম্ভব কিছু নয় এই ইংলিশ তারকার জন্য।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...