আইপিএল নিলামে যুবাদের কদর

২০২২ যুব বিশ্বকাপে খেলা সম্ভাবনাময়ী খেলোয়াড়েরা রয়েছেন আইপিএলের নিলাম ড্রাফটে। কিন্তু সবাই হয়ত ফ্রাঞ্চাইজিদের পছন্দের তালিকায় থাকছেন না। তবে যুব বিশ্বকাপে নিজেদের মেলে ধরে আইপিএলের নিলামে বড় অংকের চুক্তি বাগিয়ে নিতে পারে এমন খেলোয়াড়দের নিয়েই হবে আজকের আলোচনা৷

দিনক্ষণ সব ঠিক। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ভারতের ব্যাঙ্গালুরুতে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর মেগা অকশন। দুই দিন ব্যাপী হওয়া এই নিলামে নামকরা সব তারকাদের ভীরে থাকবে বেশ কিছু নতুন মুখ। ভবিষ্যতের সেই সকল সম্ভাব্য তারকাদের নিয়েও নিলামঘরে হতে পারে হাঁকডাক।

২০২২ যুব বিশ্বকাপে খেলা সম্ভাবনাময়ী খেলোয়াড়েরা রয়েছেন আইপিএলের নিলাম ড্রাফটে। কিন্তু সবাই হয়ত ফ্রাঞ্চাইজিদের পছন্দের তালিকায় থাকছেন না। তবে যুব বিশ্বকাপে নিজেদের মেলে ধরে আইপিএলের নিলামে বড় অংকের চুক্তি বাগিয়ে নিতে পারে এমন খেলোয়াড়দের নিয়েই হবে আজকের আলোচনা৷

  • ডেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা)

ইতোমধ্যেই ‘বেবি এবি’ ডাকনাম পেয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ১৯ না পেরোনো খেলোয়াড় ডেওয়াল্ড ব্রেভিস। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তাছাড়া ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করে যুব বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড নতুন করে গড়েছেন ব্রেভিস।

দুইটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন ব্রেভিস। যার মধ্যে থেকে দু’বার তিনি আউট হয়েছেন নব্বইয়ের ঘরে৷ দূর্দান্ত ব্যাটিং ছাড়াও লেগ ব্রেক বোলিং টাও করতে জানেন ব্রেভিস। যুব বিশ্বকাপে নিয়েছেন সাত উইকেট। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি হয়ত ফ্রাঞ্চাইজিদের সুনজরেই থাকবেন আসন্ন মেগা অকশনে।

  • ইজহারুল হক নাভিদ (আফগানিস্তান)

বিশ্ব টি-টোয়েন্টিতে আফগানিস্তানের খেলোয়াড়দের বেশ একটা কদর রয়েছে। সেই দিক থেকে আফগান যুবারাও নিশ্চয়ই বাদ যাবেন না। সেদিন বিবেচনায় আফগানিস্তানের ১৮ বছর বয়সী বোলার ইজহারুল-হক নাভিদ দল পেতে পারেন এবারের আইপিএলে।

আফগান যুবাদাদের মধ্যে দশ উইকেট নিয়ে তিনি রয়েছেন সবার উপরে। তাছাড়া তিন এর ঘরের ইকোনমি রেটে যুব বিশ্বকাপে বল করেছেন তিনি। সেই সাথে আটটি ‘লিস্ট এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সেখানেও সাতটি উইকেট রয়েছে তরুণ এই বোলারের নামের পাশে।

  • দুনিথ ওয়েল্লালাগে (শ্রীলঙ্কা)

যুব বিশ্বকাপের আরো এক আবিস্কার শ্রীনলঙ্কান দুনিথ ওয়েল্লালাগে। একজন কার্যকরী অলরাউন্ডার হিসেবেই নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন তিনি। সুপার লিগের সেমি ফাইনালের আগেই তাঁর দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও তাঁর নামের পাশে রয়েছে ১৭ টি উইকেট।

মাত্র ছয় ম্যাচ খেলে দুইবার ফাইফার নিয়েছেন ওয়েল্লালাগে। ব্যাট হাতেও ভালই করেছেন। ৪৪ গড়ে সমান এক সেঞ্চুরি ও হাফক সেঞ্চুরির বদৌলতে করেছেন ২৬৪ রান। সুতরাং উদীয়মান এই অলরাউন্ডারের জন্যে বেশ কয়েকটি দল যে নিলাম ঘরে লড়াই করবে তা বলে দেওয়া যায়৷

  • নুর আহমেদ (আফগানিস্তান)

আজকের তালিকায় থাকা অন্য সবার থেকে অভিজ্ঞতার বিচারে অনেকটাই এগিয়ে রয়েছেন নুর আহমেদ। ১৭ বছর বয়সী এই আফগান ক্রিকেটারের টি-টোয়েন্টি অভিষেক হয়েছিলো ২০১৯ সালে। সেই তখন থেকেই তিনি ফ্রাঞ্চাইজি ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে খেলে আসছেন।

এখন অবধি ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সমানসংখ্যক উইকেট নিয়েছেন নুর৷ অর্থাৎ তিনি জানেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের চাহিদাটা ঠিক কি। তাছাড়া দ্বিতীয় যুব বিশ্বকাপ খেলা নুর এবারের বিশ্বকাপেও পাঁচ ম্যাচে নিয়েছেন আট উইকেট। তাঁর দিকে আইপিএলের ফ্রাঞ্চাইজিদের বাড়তি নজর হয়ত থাকবে।

  • ইয়াশ ধুল (ভারত)

ভারতের ঘরের ছেলে ও যুব দলের অধিনায়ক ইয়াশ ধুল একজন অত্যন্ত প্রতিভাবান এবং সম্ভাবনাময়ী একজন খেলোয়াড়। কোভিড পজিটিভ হয়ে এবারের যুব বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি যশ। তবে কোভিড কাটিয়ে টুর্নামেন্টে ফিরে তিনি নিজের জাত চিনিয়েছেন ব্যাট হাতে। ১০৬ গড়ে রান করেছে ২১২।

তাছাড়া সুপার লিগের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১০ রানের এক অপরাজিত ইনিংস খেলেছেন ইয়াশ৷ সম্ভাবনা তাঁর মধ্যে রয়েছে। তাছাড়া আইপিএল ইতিহাস ঘাটালে যুব দলের এমন অনেক নাম পাওয়া যাবে যারা কিনা পরবর্তীতে হয়েছেন তারকা। সেই দিক বিবেচনায় ইয়াশ ধুলের পেছনেও মোটা অংকের অর্থ ব্যয়ে কার্পণ্য করবে না ফ্রাঞ্চাইজিগুলো।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...