বার্সা স্বপ্নে বিভোর ব্রাজিলের ওয়ান্ডার কিড

নিজেদের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসিকে দলে নিজেদের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসিকে দলে ভেরাতে পৃষ্ঠপোষকদের সাহায্য চেয়েছে তারা ইতোমধ্যেই। এদিকে আবার সামনে গ্রীস্মকালীন দলবদলের জন্য বার্সেলোনার মূল লক্ষ্য যিনি ছিলেন সেই ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার কিড’ ভিতর রোকে আবার হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।

একদিকে আর্থিক টানা পোড়েন অন্যদিকে স্কোয়াডের বেশ কয়েকটি পজিশনে খেলোয়াড়ের ঘাটতি। দুটি বিষয় সামলাতে রীতিমতো হিমশিমই খাচ্ছে বার্সেলোনা। নিজেদের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসিকে দলে ভেরাতে পৃষ্ঠপোষকদের সাহায্য চেয়েছে তারা ইতোমধ্যেই। এদিকে আবার সামনে গ্রীস্মকালীন দলবদলের জন্য বার্সেলোনার মূল লক্ষ্য যিনি ছিলেন সেই ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার কিড’ ভিতর রোকে আবার হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।

এতদিন ব্রাজিলিয়ান লিগ মাতানো ফরোয়ার্ড ভিতর রোকেকে দলে ভেরাতে বার্সাই একমাত্র আগ্রহী ক্লাব থাকলেও সময়ের সাথে বেড়েছে বার্সেলোনার প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। ইন্টার মিলান, পিএসজি, আর্সেনাল, চেলসির মত ইউরোপীয়ান জায়ান্টরা রোকের প্রতি আগ্রহী হলেও ব্রাজিলিয়ান এই কিশোর আবার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসছেন বার্সেলোনার জার্সি গায়ে জড়ানোর।

ভিতর রোকেকে দলে ভেরাতে বার্সার আপাতত সবচেয়ে বড় প্রতিপক্ষ নিজেদের আর্থিক টানাপোড়েন। রোকেকে দলে ভেরাতে চাওয়া আর্সেনাল, চেলসির মত ক্লাব গুলোর আবার সেই সমস্যা নেই। তবে রোকের ইচ্ছাকে প্রাধান্য দিতে আপাতত বার্সেলোনার জন্য অপেক্ষা করছে রোকের বর্তমান ক্লাব অ্যাটলেটিকো প্যারানাইন্স।

ইতোমধ্যেই রোকের দলবদল নিয়ে আলোচনা করতে আগ্রহী ক্লাব গুলোতে গিয়ে আলোচনা করছেন রোকের বাবা। বার্সেলোনার একটি স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বার্সেলোনায় এসে ইতোমধ্যেই আলোচনা করে গেছেন রোকের বাবা। তিনি রোকের সাথে চুক্তি এগিয়ে নিতে বার্সা কতৃপক্ষকে ব্রাজিলে গিয়ে কাজ এগিয়ে নেবার আহবান জানিয়েছেন। আসছে গ্রীষ্মকালীন দলবদলেই রোকের সাথে চুক্তি সম্পন্ন করতে বার্সেলোনাকে অনুরোধও জানিয়েছেন তিনি।

ইউরোপের অনেক বড় বড় ক্লাবই ব্রাজিলিয়ান এই ওয়ান্ডার কিডের প্রতি আগ্রহী হলেও ভিতর রোকের নিজের পছন্দের ক্লাব বার্সেলোনা। তাই রোকের বাবা মনে করেন, যদি বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা সহ বার্সা কতৃপক্ষ ব্রাজিলে যান তবে খুব শিঘ্রই রোকের ন্যু ক্যাম্পে আসা চূড়ান্ত হতে পারে।

তবে বার্সেলোনার এই মূহুর্তের সবচেয়ে বড় সময় অর্থনৈতিক সংকট। নিজেদের আর্থিক বিষয়াদি মিমাংসা করার পরই রোকের চুক্তি নিয়ে এগোতে চায় কাতালানরা। তবে এদিকে বার্সা নিজেদের আর্থিক বিষয় সমাধান করতে করতে রোকের প্রতি আগ্রহী ক্লাব গুলো রোকের সাথে চুক্তি সম্পন্ন করে ফেলে কিনা সেটিই মূল চিন্তার বিষয় এখন বার্সার জন্য।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...