এশিয়া কাপে ভারতের সম্ভাব্য একাদশ

টিম ম্যানেজম্যান্ট পেসার চাইলে মোহাম্মদে শামি হবেন ভাগ্যবান; তবে কুলদীপ যাদবকে সাইড বেঞ্চে রাখার মত সিদ্ধান্ত ভারত নিবে কি না সেটাও বড় ভাবনার বিষয়।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় দিন এশিয়া কাপ মিশন শুরু করবে ভারত। আর সেই লক্ষ্যে ইতোমধ্যে সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তাঁরা; ইনজুরি কাটিয়ে ফিরেছেন শ্রেয়াস আইয়ার, জাসপ্রিত বুমরাহরা।

অবশ্য দল ঠিক হলেও একাদশে কারা খেলবেন সেটা এখনো নিশ্চিত নয়। ফিটনেস ইস্যু, টিম কম্বিনেশনের কারণে এশিয়া কাপের জন্য এখনো সেরা একাদশ খুঁজে পায়নি টিম ইন্ডিয়া। তাই দলটির সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করাই যায়।

ভারতের অধিনায়ক রোহিত শর্মার একাদশে থাকা নিশ্চিত, ওপেনারের দায়িত্বও সামলাবেন তিনি। যদিও ওপেনিংয়ে তাঁর আরেক সঙ্গী এখনো নিশ্চিত নয় – শুভমান গিল বা ঈশান কিষাণের একজনকে দেখা যেতে পারে ইনিংসের শুরুতে। টপ অর্ডারে আরেকজনের নাম সবারই জানা, তিনি বিরাট কোহলি।

তিন নম্বরে অটো-চয়েজই বলা যায় বিরাটকে। চলতি বছরেও দুর্দান্ত ফর্মে আছেন তিনি। তবে লোকেশ রাহুল না খেললেও প্রিয় তিন নম্বর পজিশন ছেড়ে চারে খেলতে পারেন এই তারকা; সেক্ষেত্রে শুভমান বা কিশানের মাঝে একজনকে তিনে ব্যাট করতে হবে।

মিডল অর্ডারে ভারতের সেরা পছন্দ শ্রেয়াস আইয়ার। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় চার বা পাঁচে খেলানো হতে পারে তাঁকে; যদিও এর আগে মাঠে নামার মত ফিট হতে হবে এই তরুণকে। ব্যাটিং অর্ডারে এরপরেই আসবেন হার্দিক পান্ডিয়া; এ মুহুর্তে ভারতের অন্যতম ইম্প্যাক্ট ক্রিকেটার তিনি। পাওয়ার হিটিংয়ে দলের রান বাড়ানো তাঁর মূল দায়িত্ব।

লোয়ার মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা সুযোগ পাবেন সেই সম্ভাবনা অনেক বেশি। এছাড়া অক্ষর প্যাটেল এবং শার্দূল ঠাকুরের মাঝে যেকোনো একজন খেলবেন আট নম্বরে। দুইজন বামহাতি স্পিনার চাইলে জায়গা পাবেন প্যাটেল, এবং পেস আক্রমণকে গুরুত্ব দিলে সেই জায়গায় দেখা যাবে শার্দূলকে।

বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ ভারতের সেরা অস্ত্র; তাই ম্যাচ ফিটনেস থাকলে একাদশের প্রথম পেসার হিসেবেই খেলবেন তিনি। সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম মোহাম্মদ সিরাজ হবেন তাঁর নতুন বলের সঙ্গী। তবে তৃতীয় স্পেশালিষ্ট বোলার কে হবেন সেটা বলা খানিকটা কঠিন।

টিম ম্যানেজম্যান্ট পেসার চাইলে মোহাম্মদে শামি হবেন ভাগ্যবান; তবে কুলদীপ যাদবকে সাইড বেঞ্চে রাখার মত সিদ্ধান্ত ভারত নিবে কি না সেটাও বড় ভাবনার বিষয়।

সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপে ভারতের একাদশ হবে অনেকটা এমন – রোহিত, ঈশান, শুভমান, বিরাট, শ্রেয়াস, পান্ডিয়া, জাদেজা, শার্দূল, বুমরাহ, কুলদীপ এবং সিরাজ। এই একাদশের প্রত্যেকেরই ম্যাচের ফলাফল গড়ে দেয়ার সামর্থ্য রয়েছে; সেই সামর্থ্যের প্রতিফলন দেখতে নিশ্চয়ই মুখিয়ে আছে ভারতবাসী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...