বিসিসিআইয়ের ঐতিহাসিক সিদ্ধান্ত

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখন থেকে জাতীয় ক্রিকেট পুরুষ দল ও নারী দলের জন্য সমান বেতনের নীতি প্রয়োগ করবে। এখন পুরুষ ও নারী দল উভয়ের ম্যাচ ফি একই হবে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ এক টুইট বার্তায় সংবাদের সত্যতা নিশ্চিত করেন। 

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখন থেকে জাতীয় ক্রিকেট পুরুষ দল ও নারী দলের জন্য সমান বেতনের নীতি প্রয়োগ করবে। এখন পুরুষ ও নারী দল উভয়ের ম্যাচ ফি একই হবে। বিসিসিআইয়ের সচিব জয় শাহ এক টুইট বার্তায় সংবাদের সত্যতা নিশ্চিত করেন। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) সর্বপ্রথম এই সমান ম্যাচ ফি নীতি চালু করে। যেখানে তাঁরা সিদ্ধান্ত নেয় পুরুষ ও নারী ক্রিকেট দলকে একই পরিমাণ ম্যাচ ফি দেওয়া হবে। তাঁদের অনুসরণ করে এবার বিসিসিআই তাদের ক্রিকেট বেতন কাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে যা কিনা আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ প্রভাব ফেলতে পারে।

এখন থেকে ভারতের চুক্তিবদ্ধ পুরুষ ও নারী ক্রিকেটাররা প্রতি টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ রুপি, প্রতি একদিনের ম্যাচে ৬ লাখ এবং প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লাখ রুপি করে পাবেন। 

জয় শাহ তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এর পোস্টে বলেন , ‘আমি খুবই আনন্দিত বৈষম্য মোকাবেলায় বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপের ঘোষণা করতে পেরে। ভারতীয় ক্রিকেট এখন লিঙ্গ সমতার যুগে প্রবেশ করেছে। এখন থেকে পুরুষ দলের সমান ম্যাচ ফি পাবে নারী ক্রিকেটাররা। পুরুষ দলের সমান বেতন ছিল নারী ক্রিকেটারদের প্রতি আমার প্রতিশ্রুতি এবং এপেক্স কাউন্সিলকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।’

যদিও বার্ষিক চুক্তিতে এখনই কোনো পরিবর্তন আনছে না ভারতীয় ক্রিকেট বোর্ড, তবে তিন ফরম্যাটেই পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি সমান হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...