বিরাট আগুনের আঁচ বোর্ডেও

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেরই সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তবে এই নক্ষত্রও মিটমিট করছিল বেশ কিছু দিন আগেও। যে নক্ষত্র নিভে যাওয়ার শঙ্কায় ছিলেন ক্রিকেটবোদ্ধারা, সেই নক্ষত্রের আলোতেই উদ্ভাসিত ভারতীয় ক্রিকেট দল। সব আশঙ্কাকে মিথ্যা প্রমাণিত করে দ্বিগুণ আলোয় জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেটের ‘চিকু’। হ্যাঁ, ভারতীয় দলে এটাই বিরাট কোহলির ডাকনাম।

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেরই সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তবে এই নক্ষত্রও মিটমিট করছিল বেশ কিছু দিন আগেও। যে নক্ষত্র নিভে যাওয়ার শঙ্কায় ছিলেন ক্রিকেটবোদ্ধারা, সেই নক্ষত্রের আলোতেই উদ্ভাসিত ভারতীয় ক্রিকেট দল। সব আশঙ্কাকে মিথ্যা প্রমাণিত করে দ্বিগুণ আলোয় জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেটের ‘চিকু’। হ্যাঁ, ভারতীয় দলে এটাই বিরাট কোহলির ডাকনাম।

১০২১ দিন পর আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে শতকের দেখা পেয়ে নিজের খারাপ সময়ের সাথে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই ডানহাতি ব্যাটার। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংসে পৌঁছেছেন অনন্য উচ্চতায়। শুরুতেই ৩১ রানে ৪ উইকেট হারানো ম্যাচে বলতে গেলে একাই এক হাতে ম্যাচ জিতিয়েছেন ভারতকে। 

সারা বিশ্বের প্রশংসার ফুলঝুরি ছুটলেও এতদিন চুপ ছিলেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার(বিসিসিআই) নতুন সভাপতি রজার বিনি। এবার মুখ খুললেন, একই সাথে মনে করিয়ে দিলেন বিরাটের উপর কখনোই ভরসা হারাননি সাবেক এই অলরাউন্ডার।

কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি বলেন, ‘এটা আমার জন্য স্বপ্নের মত ছিল। কোহলি যেভাবে বলকে মাঠের বাইরে আছড়ে ফেলছিল তা অবিশ্বাস্য। এটি অসাধারণ এক জয় ছিল। আপনি এমন ম্যাচ খুব কমই দেখতে পাবেন যেখানে পাকিস্তান এগিয়ে থাকার পরেও ভারত জিতেছে। অসাধারণ ক্রিকেট।’

এ সময় ভারতীয় ব্যাটারকে নিয়ে নিজের ভরসার কথাও জানান তিনি। বলেন, ‘কোহলির নিজেকে প্রমাণের কিছুই নেই। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। এই ধরণের চাপের মুহুর্তে দলকে সব সময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি।’

শোনা যায়, সর্বশেষ সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে সম্পর্কের টানাপোড়েন ছিল বিরাট কোহলির। তাঁর অধিনায়কত্ব হারানোতে বড় অবদান ছিল সৌরভের। তবে, নতুন সভাপতির আমলে অন্তত, সম্পর্কে কোনো ঘুণ ধরছে না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৪০তম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে রজার বিনি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন। রজার বিনি ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। ওই আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ডানহাতি এই মিডিয়াম পেসার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...