সাব্বিরের দশ কাণ্ড

ক্যারিয়ারের শুরু থেকেই মাঠে এবং মাঠের বাইরের বিতর্কে কত লাখ টাকা জরিমানা গুনেছেন, কত ম্যাচ নিষেধাজ্ঞায় কাটিয়েছেন! কিন্তু তবুও কি সুবোধ হয়েছেন? সবশেষ বিতর্ক আর অফ ফর্মে দীর্ঘদিন জাতীয় দলে না থাকা সাব্বিরকে শুধরে গেছেন বলেই সবার ধারনা ছিল। অতীত ভুলে নিজের সেরাটা দিয়ে আবারো জাতীয় দলে জায়গা করে নিবেন সেটাই ছিলো তাঁর লক্ষ্য। কিন্তু সেই আবারো বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত সাব্বির রহমান।

সাব্বির রহমান এবং বিতর্ক দুইয়ে মিলে যেন একই সূত্রে গাঁথা।

ক্যারিয়ারের শুরু থেকেই মাঠে এবং মাঠের বাইরের বিতর্কে কত লাখ টাকা জরিমানা গুনেছেন, কত ম্যাচ নিষেধাজ্ঞায় কাটিয়েছেন! কিন্তু তবুও কি সুবোধ হয়েছেন? সবশেষ বিতর্ক আর অফ ফর্মে দীর্ঘদিন জাতীয় দলে না থাকা সাব্বিরকে শুধরে গেছেন বলেই সবার ধারনা ছিল। অতীত ভুলে নিজের সেরাটা দিয়ে আবারো জাতীয় দলে জায়গা করে নিবেন সেটাই ছিলো তাঁর লক্ষ্য। কিন্তু সেই আবারো বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত সাব্বির রহমান।

সাব্বিরের এই বিতর্ক, জরিমানা কিংবা শাস্তি নতুন নয়। চলুন দেখে নেওয়া যাক ক্যারিয়ারের শুরু থেকে সাব্বির মাঠে কিংবা মাঠের বাইরে যেসব বিতর্কের জন্ম দিয়েছেন সেগুলো।

  • গ্যালারিতে কিশোরকে পেটানো

জাতীয় লিগের (এনসিএল) এক ম্যাচ চলাকালীন আম্পায়ারকে বলে গ্যালারিতে গিয়ে এক সমর্থককে মেরে সমালোচনার জন্ম দেন সাব্বির। কিশোর ছেলেটির বয়স ছিলো ১০-১২ বছর। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সাব্বিরের দোষ খুজে পাওয়ায় তাঁকে ৬ মাসের নিষেধাজ্ঞা এবং ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

  • নারী কেলেঙ্কারি

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টিম হোটেলে নারী কেলেঙ্কারিতে ফেঁসে যান সাব্বির। অভিযোগ প্রমাণিত হওয়ায় কোনো ম্যাচে নিষেধাজ্ঞা না পেলেও ১২ লাখ টাকার মোটা অঙ্কের জরিমানা গোনেন তিনি।

  • সানিয়া মির্জাকে উত্ত্যক্ত

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে উত্ত্যক্তর অভিযোগও ওঠে সাব্বিরের বিরুদ্ধে। এমনকি শোয়েব মালিকও নাকি বিসিবিকে লিখিত অভিযোগ করেছিলেন যা এখনো বিসিবির নথিতে আছে বলে জানা যায়৷ এই ব্যাপার নিয়ে ভারতীয় মিডিয়াতেও বেশ লিখালিখি হয়েছিলো। তবে সাব্বির অবশ্য এই যাত্রায় বেঁচে যান।

  • আম্পায়ারকে গালি

২০১৮ সালে বিপিএলে আউটের সিদ্ধান্তে নাখোশ হয়ে ম্যাচ শেষে আম্পায়ার মাহফুজুর রহমানকে গালি দেন সাব্বির। পরে আম্পায়ার বিসিবির কাছে অভিযোগ করায় সাব্বিরকে ৩ ডিমেরিট পয়েন্ট ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

  • ক্রিকেট ভক্তকে ফেসবুকে গালি

সাব্বির রহমানের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ক্রিকেট সমর্থকের আইডিতে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। সেই ক্রিকেট সমর্থক সাব্বিরের আইডির কমেন্টে কিছু একটা লিখেছিলেন, যার ফলেই সাব্বির এমনটি করেছেন বলে অভিযোগ উঠে। তবে সাব্বির সেই কথা অস্বীকার করে বলেন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিলো।

  • তরুণীদের সাথে রাতে ভিডিও কল

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে টিম হোটেলে বাকি খেলোয়াড়দের তখন মন ভালো নেই। এদিকে সাব্বির রহমান রাতে নিজের রুম থেকে তরুণীদের সাথে গ্রুপে ভিডিও কলে আড্ডা দিচ্ছিলেন। যেখানে দেখা যায় তার কয়টা প্রেমিকা আছে এসব নিয়ে মেয়েরা প্রশ্ন করছিলো।

  • নিজ গাড়ির ড্রাইভারকে পিটানো

নিজ গাড়ির ড্রাইভারকেও রেহাই দেননি সাব্বির৷ ড্রাইভারকে পিটানোয় ড্রাইভার মিডিয়ায় সাব্বিরের মেয়েদের সাথে সম্পর্ক কিংবা প্রেমিকাদের ব্যাপারে অনেক কিছুই প্রকাশ করে দেন।

  • পরিচ্ছন্নতাকর্মীকে চড় মারা

নিজ বাড়ির সামনে ময়লার গাড়ি থাকায় তার গাড়ি ভিতরে প্রবেশ করতে অসুবিধে হয়। ময়লার গাড়ি সরাতে কেনো দেরি করলো সেটার জের ধরে পরবর্তীতে পরিচ্ছন্নতাকর্মীকে চড় মেরে দেন তিনি। পরবর্তীতে সিটি করপোরেশনে এই বিষয়ে মীমাংসা হয় এবং সাব্বির ক্ষমাও চান।

  • সতীর্থ খেলোয়াড় মিরাজকে চড় মারা, হাতাহাতি

২০১৮ সালের জুলাই মাসে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে চলছিল টি-টোয়েন্টি সিরিজ। বাজে পারফরম্যান্সের জের ধরে তৃতীয় ও শেষ ম্যাচের দল থেকে জায়গা হারান সাব্বির। শেষ ম্যাচে একাদশে থাকা মেহেদী হাসান মিরাজের সাথে ড্রেসিংরুমে সাব্বিরের কথা কাটাকাটি হয়। আর তারই এক পর্যায়ে মিরাজকে চড় মেরে বসেন সাব্বির। যদিও, পরে নিজেদের মধ্যেই সূরাহা করে ফেলেন দু’জন

  • ইলিয়াস সানিকে আক্রমণ

সবশেষ ১৬ জুন (বুধবার) প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ম্যাচের এক পর্যায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্পিনার ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালাগাল সহ ‘কাইল্যা’ ডেকে বর্ণবাদী আচরণ করেন। শুধু তাই নয় তিনি ইলিয়াস সানির দিকে বেশ কয়েকটি ইটের টুকরা ছুঁড়েন বলেও জানা গেছে।

এ ব্যাপারে বিচার চেয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষ থেকে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) লিখিত অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন তাঁর বিরুদ্ধে কি ব্যবস্থা নেমে এখন সেটাই দেখার অপেক্ষা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...