ব্রিটিশদের বিপক্ষে বীরোচিত ব্যাট

ভারত ও ইংল্যান্ডের - সময়ের সেরা দুই ক্রিকেটীয় শক্তি। সাদা পোশাকে তাঁদের লড়াইটাও বরাবরই রোমাঞ্চক ও উত্তেজনার এক আমেজ - ক্রিকেটীয় গুণেই অনন্য এই লড়াই। আর ক্লাসিক এই ক্রিকেট যুদ্ধে দেখা মিলেছে বেশ কয়েকজন ভারতীয় ব্যাটি বীরের।

ভারত ও ইংল্যান্ডের – সময়ের সেরা দুই ক্রিকেটীয় শক্তি। সাদা পোশাকে তাঁদের লড়াইটাও বরাবরই রোমাঞ্চক ও উত্তেজনার এক আমেজ – ক্রিকেটীয় গুণেই অনন্য এই লড়াই। আর ক্লাসিক এই ক্রিকেট যুদ্ধে দেখা মিলেছে বেশ কয়েকজন ভারতীয় ব্যাটি বীরের।

এই দুই দল এর আগে বেশ অনেকবার একে অপরের মুখোমুখি হয়েছে। এই দুই দলের টেস্ট লড়াই মানেই যেন অন্যরকম এক রোমাঞ্চ। বিশেষ করে দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে চলে তুমুল লড়াই।

এবারো ভারতের ব্যাটিং লাইন আপে আছে দারুণ কয়েকজন ব্যাটসম্যান। তবে টেস্ট সিরিজ শুরু হবার আগে দেখে আসা যাক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সেরা ব্যাটসম্যানদেন। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সফল ব্যাটসম্যানদের নিয়েই এই তালিকা।

  • বিরাট কোহলি

আসন্ন টেস্ট সিরিজে ভারতের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় ভরসার জায়গা তাঁদের অধিনায়ক বিরাট কোহলি। তবে এর আগেও কোহলি ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সফলতম ব্যাটসম্যানদের একজন। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডে বিপক্ষে এখন পর্যন্ত ৪১ টি ইনিংস খেলেছেন ভারতের এই অধিনায়ক। সেখানে ৪৫.৮৪ গড়ে কোহলির ঝুলিতে আছে ১৭৪২ রান।

সবমিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ঝুলিতে আছে ৫ টি সেঞ্চুরি ও ৭ টি হাফ সেঞ্চুরি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে ২৩৫ রানের একটি ইনিংসও এসেছিল কোহলির ব্যাট থেকে। যদিও ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি বাজে টেস্ট সিরিজ কাটিয়েছিলেন তিনি।

  • গুন্ডাপ্পা বিশ্বনাথ

গুন্ডাপ্পা বিশ্বনাথ তাঁর ব্যাটিংকে রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষেও তিনি ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকারিদের একজন। দেশটির বিপক্ষে খেলা ৫৪ টেস্ট ইনিংসে ৩৭.৬০ গড়ে করেছিলেন ১৮৮০ রান।

সবমিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বনাথের ঝুলিতে আছে ৪ টি সেঞ্চুরি ও ১২ টি হাফ সেঞ্চুরি। এছাড়া ১৯৮২ সালে ২২২ রানের বিশাল এক ইনিংসও খেলেছিলেন তিনি।

  • রাহুল দ্রাবিড়

টেস্ট ক্রিকেটে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। যেকোনো দলের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে ভারতের বড় ভরসার নাম ছিলেন তিনি। ওদিকে টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের অভিষেকও হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে আগমন ঘটে এই ব্যাটসম্যানের।

ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৩৭ ইনিংসে ৬০.৯৩ গড়ে করেছিলেন ১৯৫০ রান। এছাড়া দেশটির বিপক্ষে তাঁর ঝুলিতে আছে ৭ টি সেঞ্চুরি ও ৮ টি হাফ সেঞ্চুরি।

  • সুনীল গাভাস্কার

ভারতের ক্রিকেটে ব্যাটিং রূপরেখাকে নতুন্ করে সাজিয়েছিলেন তিনি। সুনীল গাভাস্কার বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এরমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৪৮৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে ৬৭ টেস্ট ইনিংসে ৩৮.২০ গড়ে এই রান করেন তিনি।

দেশটির বিপক্ষে ৪ টি সেঞ্চুরি ও ১৬ টি হাফ সেঞ্চুরি করার কীর্তিও আছে তাঁর। এছাড়া ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২২১ রানের অবিস্মরণীয় একটি ইনিংস খেলেন তিনি।

  • শচীন টেন্ডুলকার

ভারত তথা বিশ্বক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ভারতের এই ক্রিকেট গ্রেট দেশটির হয়ে ব্যাট হাতে করেছেন হাজারো কীর্তি। ইংল্যান্ডের বিপক্ষেও টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনিই।

৫৩ ইনিংসে ৫১.৭৩ গড়ে তাঁর ঝুলিতে আছে ২৫৩৫ রান। সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শচীনের ঝুলিতে আছে ৭ টি সেঞ্চুরি ও ১৩ টি হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডে বিপক্ষে ২০০২ সালে তিনি তাঁর সর্বোচ্চ ১৯৩ রানের ইনিংস খেলেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...