সকালে মিরপুরে অনুশীলন করে বিকালে কলম্বো যাবেন মুশফিক

শুক্রবার ম্যাচ, অথচ মুশফিকুর রহিম বুধবার সকালে অনুশীলন করবেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এমন অভিনব ঘটনাই ঘটতে চলেছে।

শুক্রবার ম্যাচ, অথচ মুশফিকুর রহিম বুধবার সকালে অনুশীলন করবেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এমন অভিনব ঘটনাই ঘটতে চলেছে। জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে।

তিনি বলেন, বলেন, ‘মুশফিক ১৪ তারিখ সকাল বেলা ওইখানে (ঢাকা) অনুশীলন করবে, অনুশীলন করে ওখান থেকে এখানে চলে আসবে ম্যাচ খেলার জন্য।’

৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলে দেশে ফিরেছিলেন মুশফিক। ১১ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মত বাবা হলেন মুশফিকুর রহিম। স্ত্রী জান্নাতুল কিফায়াত মণ্ডির কোল আলো করে এসেছে এই দম্পতির প্রথম কন্যা সন্তান।

জালাল ইউনুস জানিয়েছেন, সকালে মিরপুরে অনুশীলন করবেন মুশফিক। বিকালে উঠবেন কলম্বোর বিমানে।

এবারের এশিয়া কাপে সুপার ফোরে খেলছে বাংলাদেশ। যদিও, প্রথম দুই ম্যাচে হারে সেমিফাইনাল থেকেই বাংলাদেশের ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছে।

আসছে শুক্রবার বাংলাদেশ দল খেলবে ভারতের বিপক্ষে। ফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা অবশ্য স্রেফ নিয়মরক্ষার।

ফলে, ম্যাচ শেষে করে দ্রুতই দেশে ফিরবে বাংলাদেশ দল। শুরু করবে বিশ্বকাপের প্রস্তুতি। এর আগে অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মিরপুরে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...