পিএসএলে দল কিনছেন নাফিসা কামাল

বিপিএলে এমন দুর্দান্ত সাফল্যের পর এবার বিদেশেও নিজের ফ্রাঞ্চাইজিকে নিয়ে যেতে চাইছেন নাফিসা। বেশ কিছু গণমাধ্যমের খবর, সামনের মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দলের মালিকানা কিনতে যাচ্ছেন নাফিসা।

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখন পর্যন্ত ছয় আসরে অংশ নিয়ে চার বার বিপিএল শিরোপা জিতেছে তারা। সর্বশেষ চার বিপিএলেরও তিনটিতেই চ্যাম্পিয়ন নাফিসা কামালের মালিকানাধীন কুমিল্লার ফ্রাঞ্চাইজি।

বিপিএলে এমন দুর্দান্ত সাফল্যের পর এবার বিদেশেও নিজের ফ্রাঞ্চাইজিকে নিয়ে যেতে চাইছেন নাফিসা। বেশ কিছু গণমাধ্যমের খবর, সামনের মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দলের মালিকানা কিনতে যাচ্ছেন নাফিসা।

যদিও পুরো বিষয়টাই এখনো প্রাথমিক পর্যায়ে আছে। সামনের মৌসুম থেকে পিএসএলে আরো দুটি ফ্রাঞ্চাইজি যুক্ত করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছুদিন আগেই পিসিবি সভাপতি নাজাম শেঠি জানিয়েছিলেন আরো কিছু ফ্রাঞ্চাইজি পিএসেলে যুক্ত করার ব্যাপারে ভাবছেন তারা। নতুন ফ্রাঞ্চাইজি যুক্ত হলে সেখানে মালিকানা নেবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন নাফিসা কামাল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল ও তাঁর পরিবার অনেক আগে থেকেই বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত। বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি মোস্তফা কামালের বেশ সুখ্যাতি আছে ক্রিকেট সংগঠক হিসেবে।

তাঁর কন্যা নাফিসা কামালও ইতোমধ্যেই ফ্রাঞ্জাইজি মালিক হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে জড়িত খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা এক বাক্যে স্বীকার করেন বিপিএলে সবচেয়ে পেশাদার ফ্রাঞ্চাইজি কুমিল্লা।

বিপিএলের এমন সাফল্যের ধারাবাহিকতায় প্রথম বাংলাদেশি ফ্রাঞ্চাইজি হিসেবে বিদেশের ঘরোয়া লিগে দল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে কুমিল্লা। যদিও পরের মৌসুম থেকেই কুমিল্লার পিএসএলে যুক্ত হবার সম্ভাবনা খুবই কম। কারণ ইচ্ছে থাকলে বর্তমান ফ্রাঞ্চাইজি গুলো সাথে চুক্তি থাকায় আগামী দুই বছর নতুন কোনো ফ্রাঞ্চাইজি নিতে পারবে না পিএসএল কতৃপক্ষ।

পাঁচ দল নিয়ে পিএসএল শুরু হলেও বর্তমানে পিএসএলে খেলে ছয়টি দল। পিএসএলের জনপ্রিয়তা ও দর্শক আগ্রহের কারণেই আরো দুটো দল যুক্ত করার কথা ভাবছিলো পিসিবি। তবে এতে বাঁধ সেধেছে বর্তমান ফ্রাঞ্চাইজি গুলো। পিএসেলের লভ্যাংশ ভাগাভাগি নিয়ে আরো দুইবছর ফ্রাঞ্চাইজি গুলোর সাথে চুক্তিবদ্ধ পিসিবি। নতুন কোনো ফ্রাঞ্চাইজি যুক্ত হলে লভ্যাংশের ভাগ কমে যাবে পুরোনো দল গুলোর।

তাই পিএসেলের দশম আসর অর্থাৎ ২০২৫ সালের আসর থেকে আটটি দল দেখা যাবার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ফ্রাঞ্চাইজির মালিকানা পেতে ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছেন নাফিসা কামাল। নাফিসা শেষ পর্যন্ত পিএসএলের সাথে যুক্ত হলে তা একটি নতুন দিকেরই সূচনা করবে বাংলাদেশের ক্রিকেট বাজারে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...