সাংবাদিকের কাছে টাকা চাইলেন নাসির

নেহায়েৎ মজা করে করা এই মন্তব্যের জবাবটাও পেলেন নাসির। সাংবাদিক বললেন, ‘আরে কার্ড নাম্বার দাও। ডলার দিবো।’

দুই সিনিয়র ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দু’টি ভিন্ন দলের অধিনায়ক। ইমরুল কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। বর্তমান চ্যাম্পিয়ন ও তিনবারের শিরোপাজয়ী দলের দল নেতা। অন্যদিকে, নাসির হোসেন নবাগত দল ঢাকা ডোমিনেটর্সের অধিনায়ক।

একটা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের আয়োজনে এই দুই অধিনায়ক রীতিমত সাংবাদিক বনে গেলেন। মজা করে করা এই অভিনব আয়োজনটা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেশ আলোড়নও তুলল।

আর যে কোনো রসিকতার ক্ষেত্রে তো নাসিরকে টেক্কা দেওয়া কঠিন। তিনি বরাবরই বিষয়টাকে নিয়ে যান শিল্পের পর্যায়ে। তিনি এক পর্যায়ে সাংবাদিককে বলেই ফেললেন, ‘ভাই, এত কিছু করতেছি! এইবার টাকা দেন।’

নেহায়েৎ মজা করে করা এই মন্তব্যের জবাবটাও পেলেন নাসির। সাংবাদিক বললেন, ‘আরে কার্ড নাম্বার দাও। ডলার দিবো।’

একটা হাসির রোল উঠল!

জাতীয় দলের এক সময়কার তারকা নাসির হোসেন গেল আসরে বিপিএলে ছিলেন না। ফর্ম ভাল ছিল না, তার ওপর ইনজুরিও ছিল। এবার ফিরেছেন। আর ফিরেই অধিনায়ক। তাই এবার তাঁর দিকে নজরও অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।

নিন্দুকেরা বলেন, বিপিএল আগের মত এখন আর আলোড়ণ তোলে না। কথাটা মিথ্যাও নয়, প্রতিটা ক্ষেত্রেই অবহেলা আর অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট।

তারপরও মিরপুরে ছিল সাজ সাজ রব। কারণ, একদিন বাদেই শুরু দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে।

টুর্নামেন্টের নবম আসরের ট্রফি উন্মোচনও হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন সব দলের অধিনায়করা। অধিনায়কত্বটাও এবার একটা চমকই বলা যায় বিপিএলে।

সেখানে শীর্ষ ক্রিকেটার, বাংলাদেশের অধিনায়কত্বের প্রবাদ পুরুষ মাশরাফি বিন মুর্তজা যেমন আছেন – তেমনি আছেন একদমই তরুণ ইয়াসির আলী রাব্বিও।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অবশ্য সাকিব আল হাসান ছিলেন না। ফরচুন বরিশাল দল থেকে ছিলেন তাই তাঁর ডেপুটি মেহেদী হাসান মিরাজ। একদিন আগেই সংবাদ মাধ্যমে বিপিএলের অসংখ্য অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এদিন বিসিবি তাঁর জবাব দিলেও সাকিবকে খুঁজে পাওয়া যায়নি।

এখানেও একটা আক্ষেপ থেকেই গেল বিপিএলে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...