রিয়াদদের অপ্রত্যাশিত হার

শামিম হোসেন, এনামুল হক জুনিয়র এবং শরিফুল্লাহর দারুণ বোলিংয়ের কাছেই ম্যাচ হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগের ম্যাচে ম্যাচ জয়ী ইনিংস খেললেও আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এছাড়া আজ আরো একবার ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় লড়াই করার জন্য খুব বড় পুঁজি পাননি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বোলাররা। কিন্ত এই ছোট পুঁজি নিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৬ রানে হারিয়েছে তারা।

শামিম হোসেন, এনামুল হক জুনিয়র এবং শরিফুল্লাহর দারুণ বোলিংয়ের কাছেই ম্যাচ হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগের ম্যাচে ম্যাচ জয়ী ইনিংস খেললেও আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এছাড়া আজ আরো একবার ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার।

তবে লক্ষটা খুব একটা বড় ছিল না গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য। কিন্তু ১৪৬ রান তাড়া করতে নেমে শুরুতেই প্রাইম দোলেশ্বরের বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। দলীয় ২২ রানে শামিম হোসেনের প্রথম শিকার হয়ে শাহাদাত হোসেন ১৩ রান করে ফিরে যাওয়ার পরের ওভারে শরিফুল্লাহর প্রথম শিকারে পরিণত হন সৌম্য সরকার।

১০ বলে ৯ রান করে সৌম্য ফিরে যাওয়ার পর রানের খাতা খোলার আগেই ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ৭ রান করে মুমিনুল হক বিদায় নেওয়ার পর জাকির আলী ও আকবর আলী দ্রুত ফিরে গেলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। ৫২ রানে ৬ উইকেট হারানোর পর আর ঘুঁড়ে দাঁড়াতে পারেনি তারা।

শেষের দিকে আরিফুল হক ৩৪ বলে ৩৭ রান করলেও সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ইনিংসের ৭ বল বাকি থাকতেই ১০৮ রানে অল আউট হয়ে ৩৬ রানে ম্যাচ হেরেছে প্রাইম দোলেশ্বর।

প্রাইম দোলেশ্বরের বোলারদের ভিতর দুটি করে উইকেট শিকার করেন শামিম হোসেন, এনামুল হক জুনিয়র ও শরিফুল্লাহ। এছাড়া একটি উইকেট পেয়েছেন রেজাউর রহমান ও ফরহাদ রেজা।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের শুরুর দিকেই জোড়া আঘাতে দুই ওপেনারকে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। দলীয় ১৮ রানে ৮ বলে ১০ রান করে ইমরানউজ্জামান ফিরে যাওয়ার পর ১৭ বলে ১৫ রান করে ফিরে যান তৌফিক খান।

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ৬৫ রান। এই জুটিতে যখন বড় কিছুর স্বপ্ন দেখছে প্রাইম দোলেশ্বর তখনই জোড়া আঘাতে দুজনকেই ফিরিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৩৭ বলে ৩৭ রান করে সাইফ হাসান ফিরে যাওয়ার পর ৩১ বলে ৩৯ রান করে বিদায় নেন ফজলে মাহমুদ রাব্বি। দলীয় ১১৮ রানে ৪ উইকেট হারানোর পর শেষের দিকে শামিম হোসেনের ১৮ বলে ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে দারুণ বল করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ ও মকিদুল ইসলাম মুগ্ধ। প্রত্যাকেই দুটি করে উইকেট শিকার।

  • সংক্ষিপ্ত স্কোর

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ১৪৪/৬ (ওভার: ২০; ইমরান- ১০, তৌফিক- ১৫, সাইফ- ৩৭, রাব্বি- ৩৯, শামিম- ২৫, ফরহাদ- ৪) (মাহমুদউল্লাহ- ৪-০-২৯-২, নাসুম- ২-০-১১-২, মকিদুল- ৪-০-২৩-২)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১০৮/১০ (ওভার: ১৮.৫; শাহাদাত- ১৩, সৌম্য- ৯, মুমিনুল- ৭, মাহমুদউল্লাহ- ০, জাকির- ১৪, আরিফুল- ৩৭, আকবর- ২, মেহেদী- ৩, নাসুম- ২) (শামিম- ৪-০-১৭-২, শরিফুল্লাহ- ৪-০-২১-২, এনামুল- ৩-০-১০-২)

ফলাফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৩৬ রানে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...