একটি ফলাফলশূন্য ‘রেকর্ডময়’ ম্যাচ!

বাংলাদেশ ম্যাচটা জেতেনি। হারেনি আইরিশরাও। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে সিলেটের বেরসিক বৃষ্টি। তবে 'পরিত্যাক্ত' হওয়া এই ম্যাচেই যেন রেকর্ড আর মাইলফলকের পসরা সাজিয়েছিল বাংলাদেশি ক্রিকেটাররা। চলুন সেই সব মাইলফলক আর রেকর্ডে দৃষ্টি দেওয়া যাক। 

বাংলাদেশ ম্যাচটা জেতেনি। হারেনি আইরিশরাও। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে সিলেটের বেরসিক বৃষ্টি। তবে ‘পরিত্যাক্ত’ হওয়া এই ম্যাচেই যেন রেকর্ড আর মাইলফলকের পসরা সাজিয়েছিল বাংলাদেশি ক্রিকেটাররা। চলুন সেই সব মাইলফলক আর রেকর্ডে দৃষ্টি দেওয়া যাক।

  • ১৫০০০ হাজার রানের ক্লাবে তামিম

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এ দিন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০০ রান পূরণ করেন তামিম ইকবাল। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৩ ম্যাচের ৪৪৪ ইনিংসে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। তামিমের আগে ক্রিকেট ইতিহাসে আরো ৩৯ ক্রিকেটার ১৫০০০ রানের মাইলফলক পেরিয়েছেন।

  • লিটন দাসের ২০০০ 

আইরিশদের বিপক্ষে এ ম্যাচে ৭০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন লিটন দাশ। তাঁর ব্যাটেই মূলত বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের রেকর্ড গড়া সংগ্রহের দিনে লিটনও ছুঁয়েছেন একটি মাইলফলক। ওয়ানডে ক্যারিয়ারে পেরিয়েছেন ২০০০ রান। লিটনের আগে এই ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন আরো ৮ বাংলাদেশি ব্যাটার। তবে সবচেয়ে কম ইনিংসে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ডটা এখন যুগ্মভাবে লিটন আর শাহরিয়ার নাফিসের (৬৫ ইনিংস)।

  • এক ম্যাচেই মুশফিকের ৩ রেকর্ড! 

আগের ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। আর এ ম্যাচেই সেই একই রেকর্ডের পথে হেঁটেছেন মুশফিকও। এ ম্যাচে মাঠে নামার আগে ৭০০০ রান থেকে ৫৫ রান দূরে ছিলেন মুশফিক।

৬০ বলে দুর্দান্ত এক সেঞ্চুরিতে সেই মাইলফলক টপকে গিয়েছিলেন মাঠে নামার কিছু সময় বাদেই। তবে এ মাইলফলক ছাড়াও আরো দুটি রেকর্ড গড়েছেন মুশফিক।

২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। ১৪ বছর আগের সেই সেঞ্চুরিই এতদিন ধরে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল। ১৪ বছর বাদে, সেই রেকর্ডটিই এবার নিজের করে নেন মুশফিক।

৬০ বলে শতক হাঁকানো মুশফিকের আরেকটি অনন্য রেকর্ড হচ্ছে, ওভারের হিসেবে এত পরে নেমে মুশফিকের আগে সেঞ্চুরি করেননি আর কোনো বাংলাদেশি ব্যাটার। ছয় নম্বরে ব্যাট করতে আসা মুশফিকুর রহিম ব্যাটে নেমেছিলেন ৩৪তম ওভারে।

ছয় বা এর পরে নেমে মুশফিকের আগে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন আরও পাঁচ জন ক্রিকেটার। অলক কাপালি, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন সেই ছোট্ট তালিকায়। তবে ইনিংসে মুশফিকের মতো এত কম ওভার বাকি থাকতে ব্যাটিংয়ে নেমে এর আগে সেঞ্চুরি করেননি কেউ।

মুশফিকের আগে ওভারের হিসেবে সবচেয়ে পরে নেমে সেঞ্চুরি করেছিলেন অলক কাপালি। ২০০৮ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৯৬ বলে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে ব্যাট নেমেছিলেন ২৪ তম ওভারে। অলক সেদিন সেঞ্চুরি পেলেও বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...