বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও স্থগিত

গেল মার্চ মাস থেকে ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশে বাংলাদেশের সকল খেলাধুলা বন্ধ।

করোনা ভাইরাসের প্রকোপে বাতিল কিংবা স্থগিত হওয়া ক্রিকেট সিরিজের তালিকায় আরেকটা সিরিজ এবার যোগ হল। আগামী মাসে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরে তিনটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশ দলের।

শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) সিরিজ স্থগিতের ব্যাপারে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাদের জানিয়েছে যে এখনো আমরা সেই অবস্থানে পৌঁছায়নি যেখানে খেলোয়াড়রা এসে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে। আর কোভিড ১৯ মহামারীর কারণে খেলোয়াড়দের প্রস্তুতিও ঘাটতি আছে। ফলে, পরিকল্পনা মাফিক ২০২০ সালের জুলাইয়ে সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। দুই পক্ষের সমঝোতারর ভিত্তিতে পরবর্তীতে সিরিজটি আয়োজন করা হবে।’

এর আগে মঙ্গলবার বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ড দলে সফর স্থগিত করা হয়। গেল মার্চ মাস থেকে ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশে বাংলাদেশের সকল খেলাধুলা বন্ধ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ প্রথম রাউন্ড শেষে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফর বাতিল হয়েছে। অস্ট্রেলিয়াও জানিয়ে দিয়েছে যে, তাঁরা আসবে না। চলতি বছর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। সেসবও হবে কি না সন্দেহ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...