বাংলাদেশের এলিট অলরাউন্ডার

তিনজনই টেস্টে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। কাকতালীয় ভাবে তিনজনই স্পিনিং অলরাউন্ডার। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।

টেস্টে বাংলাদেশের দারুণ দিন খুব বেশি নেই। আবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে সাফল্য পাওয়ার নজীরও নেহায়েৎই কম। তবে, এই নেই নেইয়ের মাঝেও জ্বল জ্বল করছে তিনটি নাম।

তিনজনই টেস্টে ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। কাকতালীয় ভাবে তিনজনই স্পিনিং অলরাউন্ডার। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • মোহাম্মদ রফিক

বাংলাদেশের হয়ে এই কাজটা সবার আগে করেন মোহাম্মদ রফিক। বাংলাদেশের সর্বকালের সেরা স্পিনারদের একজন ভাবা হয় মোহাম্মদ রফিককে। যদিও বাংলাদেশের হয়ে টেস্ট ক্যারিয়ারটা খুব বেশি লম্বা ছিল না। তবুও প্রায় ১৪ বছরের লম্বা ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে খেলেছেন ৩৩ টি টেস্ট ম্যাচ।

২০০৮ সালে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান করার পাশাপাশি নেন ১০০ উইকেট। ব্যাট হাতে ১০০০ রান আগেই ছিল। তবে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্টে ২ উইকেট নিয়ে পূরণ করেন ১০০ উইকেটের কোটা। এই রেকর্ড করতে রফিকের খেলতে হয়েছিল ৩৩ টেস্ট ম্যাচ।

  • সাকিব আল হাসান

বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান। টেস্টে কিংবদন্তি সব অলরাউন্ডারদের পাশে নিজের নাম লিখিয়েছেন। অলরাউন্ডার হিসেবে তাঁর কীর্তির অভাব নেই। টেস্টে সাকিবের ঝুলিতে আছে ৪০০০ রান ও ২০০ এর বেশি উইকেট।

তবে ক্যারিয়ারের শুরুতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই ১০০০ রান ও ১০০ উইকেট নেয়ার কীর্তিটি করেছিলেন সাকিব। ২০১২ সালে বাংলাদেশের হয়ে মাত্র ২৮ টেস্ট খেলেই রেকর্ডটি করে ফেলেন সাকিব। এছাড়া এখন পর্যন্ত সাকিব বাংলাদেশের হয়ে মোট ৪০ টি ম্যাচ খেলেছেন। প্রায় ৪০ ছুঁইছুই গড়ে করেছেন চার হাজারের ওপর রান।। বল হাতে নিয়েছেন ২০০’র ওপর উইকেট। ফলে অলরাউন্ডার সাকিব কতটা উচু মানের সেটা বলার অপেক্ষা রাখেনা।

  • মেহেদী হাসান মিরাজ

সাকিবের পর বাংলাদেশের নতুন অলরাউন্ডার হিসেবে আসার স্বপ্ন দেখিয়েছিলেন মিরাজ। বয়সভিত্তিক দলের হয়ে ব্যাট, বল দুই ডিপার্টমেন্টেই পারফর্ম করেছিলেন। ব্যাটসম্যান হিসেবেও মিডল অর্ডারে ছিলেন দারুণ কার্যকর। তবে আন্তর্জাতিক ক্রিকেট তাঁর বোলিংটাই বেশি দেখেছে। বাংলাদেশের হয়ে সেভাবে উপরের দিকে ব্যাট করার সুযোগ পাননা কখনোই।

তবুও নিচের দিকে নেমে নিজের ব্যাটিং প্রতিভার পরিচয় দিয়েছেন অনেকবার। এমনকি ৮ নম্বরে নেমে সেঞ্চুরিও করেছেন মিরাজ। তবে ব্যাট হাতে তাঁর আরো অনেক কিছুই দেয়ার ছিল। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতেও খেলেছেন লড়াকু কিছু ইনিংস। সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে মিরাজ ছুয়েছেন ব্যাক্তিগত হাজার রানের কোটা। এছাড়া বল হাতে ১০০ উইকেট তো তাঁর আগেই ছিল। এই রেকর্ড গড়তে মিরাজ খেলেছেন মোট ৩০ টি টেস্ট।

সব মিলিঢে ৩৩ টি টেস্ট খেলা মিরাজ ব্যাট হাতে করেছেন ১০৭২ রান। অন্যদিকে অফস্পিনে নিয়েছেন ১২৬ টি উইকেট। যত দিন যাচ্ছে ততই যেন পরিণত হয়ে উঠছেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...