মেসি-এমবাপ্পে-নেইমার ত্রয়ীতে ভাঙনের সুর!

মেসি-নেইমার-এমবাপ্পে। আক্রমণভাগে এই ত্রয়ীকে কোন দলই বা পেতে চাইবে না! একটা সময় পর্যন্ত যেকোনো ক্লাবের জন্য তা এক প্রকার অসাধ্যই ছিল। ফ্রেঞ্চ ক্লাব পিএসজি ঠিক সেই অসাধ্যকে সাধন করে এই তিন ফুটবলারকেই একত্রিত করে। কিন্তু বছর দুয়েক না গড়াতেই আক্রমণভাগের এ তিন ফুটবলারের রসায়ন ঠিক এখন আর মনে ধরছে না ক্লাব কর্তৃপক্ষের।

পিএসজি’র কোচ ক্রিস্তোফ গালতিয়ের এই গত মৌসুমেই এই ত্রয়ীকে সবচেয়ে উপযুক্ত কম্বিনেশন বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এক মৌসুম না শেষ হতেই, এ কোচ এখন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর ভবিষ্যৎ নিয়ে রীতিমত নিজের সংশয় প্রকাশ করেছেন। মূলত উয়েফা চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার কারণেই পিএসজির অন্দরমহলে এক ধরনের একটা হতাশার বিষবাষ্প ছড়িয়ে পড়েছে।

আর তার পরিপ্রেক্ষিতেই, ক্লাবকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় এগিয়েছিল পিএসজি। সেই যাত্রায় মেসিকেও তাঁরা এক প্রকার বাতিলের খাতায় রেখেছিল। গুঞ্জন আছে, মেসির সাথে চুক্তির ব্যাপারে পিএসজি ঠিক ততটা তৎপর নয়। তবে বেশ কিছু সূত্র জানাচ্ছে, মেসিকে আরো এক মৌসুম রেখে দিতে চায় পিএসজি।

তবে জটিলতা তৈরি হয়েছে অন্য জায়গায়। মেসি নিজেও নাকি পিএসজিতে ঠিক সে রকম স্বস্তিতে নেই। আর সে কারণে মেসির পুরনো ক্লাব বার্সেলোনায় তাঁর ফেরার ব্যাপারে আলোচনা গড়িয়েছে অনেক দূর। যদিও কোনো কিছুই নিশ্চিত নয়। তবে গুঞ্জন আছে, স্যালারি কমিয়েও নাকি বার্সায় ফিরতে আগ্রহী মেসি। আর শেষ পর্যন্ত এই চুক্তি সম্পন্ন হলে আগামী মৌসুমের আগেই পিএসজি’তে মেসি-এমবাপ্পে-নেইমার ত্রয়ীর ভাঙন ধরতে যাচ্ছে।

অনিশ্চয়তা আছে নেইমারকে নিয়েও। ২০২৭ সাল পর্যন্ত ফ্রান্সের এ ক্লাবের সাথে চুক্তি আছে তাঁর। তবে পরিস্থিতিটা ঘোলাটে হয়ে গিয়েছে নেইমার পিএসজিতে পা রাখার পরও ক্লাবটির দীর্ঘ সময়ের চ্যাম্পিয়নস লিগে শিরোপা শূন্যতায়।

কারণ ২০১৭ সালে এই চ্যাম্পিয়নস লিগ শিরোপার অপূর্ণতা মেটাতেই নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। কিন্তু ফ্রেঞ্চ এ ক্লাবের সেই আক্ষেপ এখনও মেটাতে পারেননি। আর একারণেই একটা গুঞ্জন উঠেছে, চুক্তি শেষ হওয়ার আগেই নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি। যদিও পিএসজির আনুষ্ঠানিক সিদ্ধান্তের উপরেই সবকিছু নির্ভর করছে।

পিএসজি এই মুহূর্তে মূলত এমবাপ্পেকে কেন্দ্র করেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু এই এমবাপ্পেই আবার গত মৌসুমে রিয়াল মাদ্রিদ শিবিরে নাম লেখাতে চেয়েছিলেন। আর লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাঠ মাতানো তো এমবাপ্পের আশৈশব এক স্বপ্ন। মাঝে একটা খবর বেরিয়েছিল, পিএসজির সাথে নতুন চুক্তি করলেও এমবাপ্পের মন পড়ে আছে মাদ্রিদে। এখন সেই এমবাপ্পেকে ঘিরে পিএসজির ভবিষ্যৎ ভাবনা কতটা ফলপ্রসু হবে, সেটিই এখন প্রশ্নসাপেক্ষ।

তবে আগামী মৌসুমে যে এই ত্রয়ীর একটা ভাঙনের প্রবল সম্ভাবনা রয়েছে তা এখন বলাই বাহুল্য। অতি নাটকীয় দলবদলে পিএসজির এই দলটাই আমুলে পাল্টে যেতে পারে আগামী মৌসুমে। এখন পিএসজি’র দল বদলে গেলেও তাদের ভাগ্য বদল হবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link