Social Media

Light
Dark

রবার্ট লেওয়ানডস্কি, লণ্ড ভণ্ড করার ওস্তাদ

লা লিগায় ইতোমধ্যে আট ম্যাচ খেলেছেন তিনি, এর মধ্যে করেছেন সাত গোল আর দুই অ্যাসিস্ট। স্বাভাবিকভাবেই সর্বোচ্চ গোলদাতার আসন তাঁর দখলেই। এবার চ্যাম্পিয়ন্স লিগেও গোলের খাতা খুলে গেলো, আগের ম্যাচে মোনাকোর বিপক্ষে গোল না পেলেও জোড়া গোলে সেই ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন বটে।

রবার্ট লেওয়ানডস্কি লন্ডভন্ডস্কি হয়ে উঠেছিলেন আরো আগেই, বায়ার্ন মিউনিখ অধ্যায়ের শুরুর দিকেই। কিন্তু হ্যান্সি ফ্লিকের আগমণের পর তিনি নিজে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, ঠিক যেমনটা নিয়েছেন বার্সেলোনা জার্সিতে। ফ্লিককে ডাগআউটে পেয়ে বার্সার যেমন সুদিন ফিরেছে তেমনি তিনিও নিজেকে করে তুলেছেন আরো বেশি ক্ষুরধার।

সবশেষ ইয়াং বয়েজের বিপক্ষে নিজের রুদ্রমূর্তি নিয়ে হাজির হয়েছেন এই স্ট্রাইকার। মাত্র আট মিনিটের মাথায় খুব কাছ থেকে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বিরতি থেকে ফেরার মিনিট পাঁচেক পরেই আবারো স্কোরবোর্ডে নাম উঠে তাঁর। প্রায় একই জায়গা থেকে হেড করে নিজের দ্বিতীয় গোল খুঁজে নেন এই পোলিশ।

লা লিগায় ইতোমধ্যে আট ম্যাচ খেলেছেন তিনি, এর মধ্যে করেছেন সাত গোল আর দুই অ্যাসিস্ট। স্বাভাবিকভাবেই সর্বোচ্চ গোলদাতার আসন তাঁর দখলেই। এবার চ্যাম্পিয়ন্স লিগেও গোলের খাতা খুলে গেলো, আগের ম্যাচে মোনাকোর বিপক্ষে গোল না পেলেও জোড়া গোলে সেই ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন বটে।

ইয়াং বয়েজের বিপক্ষে তাঁর দুই গোলে অ্যাসিস্ট করেছেন যথাক্রমে রাফিনহা এবং ইনিগো মার্টিনেজ। মজার ব্যাপার, তাঁরা দুজনেই আবার গোলের দেখাও পেয়েছেন। পেদ্রির শট ব্লক হয়ে ফিরে আসলে রিবাউন্ডে গোল করেন ব্রাজিলিয়ান তারকা, অন্যদিকে পেদ্রির ক্রস থেকে সরাসরি গোল করেন স্প্যানিশ সেন্টারব্যাক নিজে।

৪-০ গোলে এগিয়ে থাকা কাতালান জায়ান্টরা এদিন ব্যবধান আরো বাড়িয়েছে মোহাম্মদ আলি কামারার ভুলে। অ্যালেক্স বালদের ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠান তিনি – তাতেই বড় জয় নিশ্চিত হয় প্রতিপক্ষের।

মোনাকোর বিপক্ষে হারের পর সমালোচনা শুরু হয়েছিল, বার্সেলোনার সব জারি জুরি ঘরোয়া লিগেই এমন খোঁচা শুনতে হয়েছে। তবে ইয়াং বয়েজকে উড়িয়ে দিয়ে জবাবটা দারুণভাবে দিলো তাঁরা, এখন কেবল মোমেন্টাম ধরে রাখার পালা। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচেই তাঁদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, আত্মবিশ্বাসের জন্য হলেও ইয়াং বয়েজেের বিপক্ষে জয় পাওয়াটা বড্ড জরুরি ছিল।

Share via
Copy link