খালেদ আহমেদ ২.০

খালেদের শরীরে লেগে আছে টেস্ট বোলারের ট্যাগ। সেই ট্যাগ ঝেড়ে ফেলার বিপিএল থেকে ভাল মঞ্চ আর নিশ্চয়ই হতে পারে না। তাইতো প্রাপ্ত সুযোগ দু'হাতে লুফে নিচ্ছেন খালেদ। বলের পাশাপাশি ব্যাটেও দেখাচ্ছেন নিজের সক্ষমতা। এখান থেকেই হয়ত শুরু হবে খালেদ ২.০ এর যাত্রা।

জাকির হাসান হাকালেন চার, পরের বলেই তিনি খালেদ আহমেদের শিকার। একই ঘটনা ঘটল নাহিদুলের ক্ষেত্রেও। তিনি ছক্কা হাকানোর পরের বলেই খালেদের উইকেটে পরিণত হন। কামব্যাকটা দারুণভাবেই করতে জানেন খালেদ আহমেদ।

এদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষ প্রথমে ব্যাট হাতে অবদান রেখেছেন তিনি। ১৩ বলে ২৫টি গুরুত্বপূর্ণ রান তোলেন বাংলাদেশি এই বোলার। দুইটি করে চার ছক্কা হাকিয়েছেন তিনি। তাছাড়া দলকে বিশাল সংগ্রহ গড়ে দেওয়ার কাজটাও করেছেন খালেদ। শামীম হোসেন পাটোয়ারীর সাথে সময়োপযোগী ৬১ রানের পার্টনারশিপ গড়েন। ৩০ বলের সেই জুটি ১৯৬ রানের বড় সংগ্রহ এনে দেয় চট্টগ্রাম কিংসকে।

এরপর অবশ্য তার মূল কাজটাই ছিল বল হাতে। চট্টগ্রামের সপ্তম জয়ের পথে অন্যতম বাঁধা হতে পারতেন জাকির হাসান। সিলেটের এই দুই খেলোয়াড়ের মুখোমুখি লড়াইয়ে বেশ কিছু বাউন্ডারিও হজম করেন খালেদ। দুইটি চারের পর শেষ হাসিটা হেসেছেন খালেদই।

এদিন জাকির ও নাহিদুলের পর আরও দুইটি উইকেট নিজের করে নিয়েছেন খালেদ। তবে প্রথম দুই ওভারে ২৩ রান হজম করে নিজের দূর্দান্ত দিনটি ধুলোয় মিশিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সেখান থেকে তিনি আবার কামব্যাক করেন বটে। নিজের তৃতীয় ওভারে মাত্র সাত রানের বিনিময়ে নেন দুইটি উইকেট।

এবারের বিপিএলকে নিজের কামব্যাকের মঞ্চ বানিয়ে নিয়েছেন তিনি। বাংলাদেশি পেসারদের মধ্যে অন্যতম পারফর্মার তিনি। এখন অবধি চট্টগ্রামের জার্সি গায়ে ১৭ খানা উইকেট নিয়েছেন খালেদ। দেশী পেসারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।

খালেদের শরীরে লেগে আছে টেস্ট বোলারের ট্যাগ। সেই ট্যাগ ঝেড়ে ফেলার বিপিএল থেকে ভাল মঞ্চ আর নিশ্চয়ই হতে পারে না। তাইতো প্রাপ্ত সুযোগ দু’হাতে লুফে নিচ্ছেন খালেদ। বলের পাশাপাশি ব্যাটেও দেখাচ্ছেন নিজের সক্ষমতা। এখান থেকেই হয়ত শুরু হবে খালেদ ২.০ এর যাত্রা।

Share via
Copy link