সকলের কৃতিত্ব দেখছেন অধিনায়ক

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ে ফেরার ম্যাচে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সাথে সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। তরুণদের পারফরম্যান্স করতে দেখে তাই উচ্ছ্বসিত অধিনায়ক মুমিনুল হক।

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জয়ে ফেরার ম্যাচে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সাথে সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। তরুণদের পারফরম্যান্স করতে দেখে তাই উচ্ছ্বসিত অধিনায়ক মুমিনুল হক।

এই তিন জন ছাড়াও দলের জয়ে অবদান রেখেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। আর ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন তাসকিন আহমেদ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন সাকিব আল হাসান। তাই ম্যাচ শেষে মুমিনুল প্রশংসা করেছেন সবারই।

মুমিনুল বলেন, ‘আমরা যখন দেশের মাটিতে বা দেশের বাইরে জিতি সব সময় গর্ববোধ করি। জুনিয়ররা যখন দলের হয়ে অবদান রাখে তখন সব সময় দেখতে ভাল লাগে। লিটন ও মাহমুদউল্লাহর জুটি ও তাসকিনের ৭৫ রানের ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। ফ্ল্যাট উইকেট হলেও মেহেদি এখানে নয় উইকেট পেয়েছে। সুতরাং এটি একটি সম্পূর্ণ দলীয় পারফরম্যান্স ছিল। সাকিব ভা্ইও গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে ছিলেন।’

দলীয় পারফরম্যান্সের জয়ী ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে ১৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ছিলেন তাসকিন ও লিটনের সাথে। ম্যাচ শেষে মাহমুদউল্লাহও প্রশংসা করেছেন দুই জনেরই।

মাহমুদউল্লাহ বলেন, ‘সব সময় দলের একজন হয়ে অবদান রাখতে চেষ্টা করি। সবার মুখে হাসি দেখে সত্যিই খুশি। লিটন ভাল ব্যাটিং করলেও সে সেঞ্চুরিটি মিস করেছে। লিটনকে অন্য প্রান্তে ব্যাট করতে দেখে ভাল লেগেছে। আমার এবং তাসকিনের জুটিটা ভালো ছিল। তাসকিন মাঝে মাঝে কিছুটা অধৈর্য হয়েছিলে, আমি ওর সাথে কথা বলেছি এবং জুটিটা তৈরি করেছি ও শেষ পর্যন্ত ভালো সংগ্রহ পেয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ থাকবেই। আমি আমার শক্তির উপর বিশ্বাস রেখেছি।’

প্রথম ইনিংসে ১৩২ রানে বাংলাদেশের ছয় উইকেট ফেলে দিয়েও চালকের আসনে বসতে পারেনি জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরও দুই ইনিংসে ভালো শুরু করেও আউট হয়েছেন প্রয়োজন সময়ে। তাই টেইলর হতাশ নিজেদের পারফরম্যান্স নিয়ে। টেইলর জানিয়েছেন যোগ্য দল হিসাবেই জিতেছে বাংলাদেশ।

টেইলর বলেন, ‘আপনাকে খেলায় গুরুত্বপূর্ণ কিছু করতে হবে এবং যেটা আমরা করতে পারিনি। বাংলাদেশ সেটা করতে পেরেছে। তাই মুমিনুল ও তাঁর দল জয়ের জন্য যোগ্য। আমি ভুল সময়ে আউট হয়েছি তাই হতাশ। অভিষেকে কাইতানো দুর্দান্ত খেলেছে। আমরা ভাল অবস্থানে ছিলাম, তবে আমরা সুযোগ হাতছাড়া করেছি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...