ব্যাটিং বিপর্যয়ে ‘প্রাণ’ ফিরল ম্যাচে

দুই দিন বৃষ্টি বাঁধায় খেলা পণ্ড হবার পর চতুর্থ দিনে মাঠে গড়ায় খেলা, ম্যাচ নিতান্তই ম্যাড়মেড়ে হওয়ার কথা ছিল সেখান থেকে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে সেই ম্যাচেও এখন ফলাফল আসা সম্ভব।

দুই দিন বৃষ্টি বাঁধায় খেলা পণ্ড হবার পর চতুর্থ দিনে মাঠে গড়ায় খেলা, ম্যাচ নিতান্তই ম্যাড়মেড়ে হওয়ার কথা ছিল সেখান থেকে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে সেই ম্যাচেও এখন ফলাফল আসা সম্ভব।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে সাজিদ খানের ম্যাজিকেল স্পেলে মাত্র ৭১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। শেষদিনে ফলোঅন এড়াতে স্বাগতিকদের এখনো প্রয়োজন ২৪ রান।

বিনা উইকেটে ১৬১ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই আজহার আলীকে তুলে নেন এবাদত হোসেন। ব্যক্তিগত ৫৬ রানেই ফিরেন যান আজহার। এরপর দ্রুতই ফিরে যান বাবর আজমও। খালেদ আহমেদের অসাধারণ এক ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। খালেদ শিকার করেন ক্যারিয়ারের মেইডেন উইকেট। ১৯৭ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। এরপর দ্রুত রান তুলতে থাকেন মোহাম্মদ রিজওয়ান ও ফাওয়াদ আলম।

বেশ কয়েকবার সুযোগ পেয়ে কাজে লাগান রিজওয়ান। একপ্রান্তে অসাধারণ ব্যাট করে রিজওয়ান তুলে নেন ফিফটি। রিজওয়ানের পথেই হাটেন ফাওয়াদও। ফাওয়াদের অসাধারণ এক ফিফটির পরই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দুই ব্যাটারের জোড়া ফিফটিতে বাংলাদেশের সামনে ৩০০ রানের কঠিন সংগ্রহ দাড় করায় সফরকারীরা। ফাওয়াদের অপরাজিত ৫০ ও রিজওয়ানের ৫৩ রানে দলীয় ৩০০ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে তাইজুল নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সাজিদ খানের ঘূর্নিতে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শুরুতেই সাজিদ খানের আঘাতে অভিষিক্ত মাহমুদুল জয় ফিরেন শূন্য রানেই। শুরু থেকেই ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে।

পাকিস্তানের সামনে হঠাৎ ম্যাচ জয়ের আসাও জেগে উঠলো। মুশফিক-লিটন কেউই দাড়াতে পারেননি সাজিদ ম্যাজিকের সামনে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭১ রানে তখন দলের ৭ উইকেট নেই!

ফলোঅন এড়াতে প্রয়োজন তখনো ৩০ রান। সাকিবের অপরাজিত ২৩ রানে আলোক স্বল্পতায় ৭ উইকেটে ৭৬ রানে দিনশেষ করেছে বাংলাদেশ। ফলোয়ান এড়াতে শেষদিনে এখনো দরকার ২৪ রান। সাকিবের সাথে ক্রিজে আছেন তাইজুল ইসলাম। পাকিস্তানের পক্ষে সাজিদ খান একাই শিকার করেন ছয় উইকেট। সব ঠিক থাকলে শেষ দিনে ৯৮ ওভার খেলার সম্ভাবনা রয়েছে।

  • সংক্ষিপ্ত স্কোর

টস: পাকিস্তান

পাকিস্তান (প্রথম ইনিংস) – ৩০০/৪ (ডিক্লে) (৯৮.৩ ওভার); বাবর ৭৬ (১২৬), আজহার ৫৬ (১৪৪), রিজওয়ান ৫৩* (৯৪), ফাওয়াদ ৫০ (৯৬); তাইজুল ২৫-৬-৭৩-২।

বাংলাদেশ (প্রথম ইনিংস) – ৭৬/৭ (২৬ ওভার); সাকিব ২৩* (৩২), শান্ত ৩০ (৫০); সাজিদ ১২-৩-৩৫-৬।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...