মাসসেরার মনোনয়ন পেলেন বাংলাদেশের নাহিদা

গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পথে ২.২২ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। বুলাওয়েতে তৃতীয় ওয়ানডেতে শিকার করেন ২১ রানে ৫ উইকেট। এরপর আইসিসি উইমেন্স ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ারে পাকিস্তানের বিপক্ষেও নেন ২ উইকেট। দুর্দান্ত পারফরম করেই প্রথমবারের মতো এই তালিকায় জায়গা করেছেন নাহিদা।

আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ নারী দলের স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশের হয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিনি এই মনোনয়ন পেলেন নাহিদা। এছাড়া পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস আছেন নভেম্বরের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়।

গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পথে ২.২২ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেন নাহিদা আক্তার। বুলাওয়েতে তৃতীয় ওয়ানডেতে শিকার করেন ২১ রানে ৫ উইকেট। এরপর আইসিসি উইমেন্স ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ারে পাকিস্তানের বিপক্ষেও নেন ২ উইকেট। দুর্দান্ত পারফরম করেই প্রথমবারের মতো এই তালিকায় জায়গা করেছেন নাহিদা।

তালিকায় আছেন পাকিস্তানি বোলার আনাম আমিনও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ইকোনমিতে ৯ উইকেট শিকার করেন তিনি। এছাড়া আইসিসি উইমেন্স বিশ্বকাপ বাছাইপর্বে নেন ৪ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেয়লি ম্যাথিউসও জায়গা পেয়েছেন এই তালিকায়। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে চার ওয়ানডেতে ১৪১ রান আর ৯ উইকেট শিকার করে এই তালিকায় জায়গা পান ম্যাথিউস। প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫৭ রানের পর বল হাতে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন তিনি।

অপরদিকে, পুরুষ ক্রিকেটারদের মধ্যে নভেম্বরের নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে পেয়েছেন পাকিস্তানি ওপেনার আবিদ আলি, নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ও অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চট্রগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৩৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৯১ রান করেন পাকিস্তানি ওপেনার আবিদ আলী। প্রথম টেস্টে আট উইকেটের জয়ে দলের পক্ষে ব্যাট হাতে বড় অবদান রাখেন আবিদ আলি। এছাড়া এই তালিকায় জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফরম করা টিম সাউদি। বিশ্বকাপ ছাড়াও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম করে এই তালিকায় জায়গা পান সাউদি।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শিকার করেন আট উইকেট। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও নেন তিন উইকেট। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নভেম্বরের ম্যাচগুলোতে শিকার করেন সাত উইকেট। এই তালিকায় আছেন ডেভিড ওয়ার্নারও। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৪৯ ও ফাইনালে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা ওয়ার্নারও আছেন এই লিস্টে। নভেম্বর মাসে চার টি-টোয়েন্টিতে ৬৯.৬৬ গড়ে ২০৯ রান করেছেন এই ওপেনার। এ নিয়ে দ্বিতীয়বারের মতোন এই তালিকায় নমিনেশন পেলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...