টেস্টের দুনিয়ায় সূর্যের উদয় হবে কবে?

শীঘ্রই ভারতের হয়ে সুরিয়াকুমার যাদবের টেস্ট অভিষেক হওয়া উচিত বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার। রবি শাস্ত্রীর মতে, এই মিডল-অর্ডার ব্যাটার খেলার বিশুদ্ধতম ফরম্যাটে তার ব্যাটিং দিয়ে পৃথিবীকে চমকে দিতে পারবেন।

দ্য স্কাই ইজ ব্লু, হিয়ার ইন ক্রিকেট স্কাই ইজ অলসো এ ম্যান ইন ব্লু। বলছিলাম স্কাই বলে পরিচিত ভারতীয় ক্রিকেটার সুরিয়াকুমার যাদবের কথা। ভারতীয় দলের অন্যতম ভরসার নাম সুরিয়াকুমার।

২০২১ সালে অভিষেকের পর থেকে এখন অবধি, ক্যারিয়ারে ১৩ টি ওয়ানডে এবং ৩৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু এখনও টেস্টের সাদা পোশাক গায়ে চাপানোর সুযোগ আসেনি তাঁর।

কিন্তু নিজের অসাধারণ ব্যাটিং শৈলী দিয়ে বাকী দুই ফরম্যাটে জায়গাটা দারুণভাবে পাকাপোক্ত করে নিয়েছেন। এইতো বিশ্বকাপের আসরে গেল ম্যাচেই বিরাট কোহলির সাথে কি দুর্দান্ত একটি জুটি গড়লেন, যে জুটি ভারতকে জয়ের দিকে নিয়ে গিয়েছে।

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী সুরিয়াকুমার যাদবে মুগ্ধ হয়েছেন। তিনি জানিয়েছেন সুরিয়াকুমারকে তিনি ‘অলফরম্যাট ক্রিকেটার’ হিসেবে দেখতে চান। শীঘ্রই ভারতের হয়ে সুরিয়াকুমার যাদবের টেস্ট অভিষেক হওয়া উচিত বলে মনে করছেন সাবেক এই ক্রিকেটার। রবি শাস্ত্রীর মতে, এই মিডলঅর্ডার ব্যাটার খেলার বিশুদ্ধতম ফরম্যাট তার ব্যাটিং দিয়ে পৃথিবীকে চমকে দিতে পারবেন।

বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার যদিও কয়েকটি সিরিজের জন্য ভারতের টেস্ট স্কোয়াডের অংশ ছিলেন। কিন্তু এখন অবধি টেস্ট অভিষেক ক্যাপ পরার সুযোগ পাননি।

সুরিয়াকুমার প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘আমি মনে করি সে তিন ফরম্যাটের খেলোয়াড়। আমি জানি, তাঁরা টেস্ট ক্রিকেটে তাঁকে নিয়ে কথা বলে না, কিন্তু সে তিন ফরম্যাটের খেলোয়াড়। এই ছেলেটি যদি টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পায়, সে বিশ্বকে চমকে দিতে পারে। তাঁকে টেস্টে পাঁচ নম্বরে পাঠান এবং তাঁকে এটিতে আলো ছড়াতে দেন।’

সুরিয়াকুমার যাদবও তাঁর ক্ষমতার প্রতি বিশ্বাস ও ভরসা রাখার জন্য শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সুরিয়াকুমারের জাতীয় দলের হয়ে অভিষেকের আগে তৎকালীন সাবেক রবি শাস্ত্রী তাঁকে কি পরামর্শ দিয়েছিলেন তারও স্মৃতিচারণ করেন সুরিয়া।

সুরিয়া বলেন, ‘আমার এখনও মনে আছে তিনি আমাকে ডেকেছিলেন, তিনি পুলের ধারে বসে ছিলেন। আমাকে তখন বলেছিলেন ‘জা কে বিন্দাস দেনা‘ অর্থাৎ ‘যাও এবং তাঁদের সব ভেঙে দাও।’

অবশ্য সুরিয়াকুমার দিনে দিনে নিজেকে যেভাবে গড়ে তুলেছেন, তাতে ভারতের টেস্ট দলে একটি জায়গার যোগ্য দাবিদার সে। বরং বলা উচিত এক্ষেত্রে সুরিয়াকে সুযোগ না দিলে ক্ষতিটা ভারতেরই। সুরিয়াকুমার যেভাবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ঘরানায় দ্যুতি ছড়াচ্ছেন, সুযোগ আসলে টেস্ট ফরম্যাটেও দারুণ একজন ক্রিকেটার বনে যাবেন তিনি। তবে এখন অপেক্ষাটা কেবল, টেস্ট অভিষেকের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...