More

Social Media

Light
Dark

দ্রাবিড়ের ছেলেকে ছিটকে ফেলল ভারতীয় বোর্ড

যদিও ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণের সুযোগ সব সময়ই আছে দ্রাবিড় পুত্রে সামনে। এখনও অভিষেক না হলে কর্ণাটক রাজ্য দলের ভাবনায় আছেন তিনি। তাঁর মত প্রতিভাবান অলরাউন্ডার যেকোনো দলের পাইপলাইনে থাকাটা স্বস্তির বটে, কিন্তু প্রতিভার ঠিকঠাক প্রয়োগ ঘটবে কি না সেটাই এখন দেখার বিষয়।

বাবা রাহুল দ্রাবিড় ছিলেন ‘দ্য ওয়াল’, তাঁর দেখানো পথে হেঁটে অনেকটা এগিয়ে গিয়েছিলেন ছেলে সামিত দ্রাবিড়। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গাও পেয়েছিলেন তিনি, জাতীয় দলে খেলার স্বপ্নটা তাই এক ঝটকায় আকাশ ছুঁয়ে ফেলেছিল। কিন্তু হুট করেই দল থেকে বাদ দেয়া হলো তাঁকে, জানানো হয়নি কোন কারণও।

তাই তো ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা, কেন সামিতকে দলে নেয়া হলো আবার কেনই বা তাঁকে বাদ দেয়া হলো, সেটা এখন রহস্য হয়েই আছে সমর্থকদের কাছে। কেউ কেউ কাঠগড়ায় নিচ্ছেন খোদ বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বর্তমানে ওয়ানডে সিরিজ খেলছে ভারতীয় যুবারা। আর এই সিরিজের দলে ডাকা হয়েছিল জুনিয়র দ্রাবিড়কে। প্রথম ম্যাচ থেকেই তিনি একাদশে থাকবেন এমনটাই ছিল প্রত্যাশা, কিন্তু দুই ম্যাচ পার হলেও মাঠে দেখা যায়নি তাঁকে। তাঁর জায়গায় ইতোমধ্যে রোহিত রাজাওয়াতকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।

এর আগে মহারাজা কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মত দল পেয়েছিলেন সামিত; তবে অলরাউন্ডার হিসেবে নাম লেখালেও বোলিং করেননি। সেটার কারণও এখন পর্যন্ত জানা যায়নি, তিনি কি চোটে ভুগছেন নাকি ফিটনেসে সমস্যা, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুই জানা যায়নি।

অবশ্য এই উদীয়মান তরুণের বয়সভিত্তিক ক্যারিয়ার প্রায় শেষ বললেই চলে, ২০২৫ সালে তাঁর বয়স ২০ বছর হয়ে যাবে। ফলে ২০২৬ সালের যুব বিশ্বকাপে তাঁকে দলে রাখা সম্ভব নয়। অর্থাৎ অনূর্ধ্ব-১৯ দলের পরিকল্পনায় তিনি যে আর থাকবেন না সেটা প্রায় নিশ্চিত।

যদিও ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণের সুযোগ সব সময়ই আছে দ্রাবিড় পুত্রে সামনে। এখনও অভিষেক না হলে কর্ণাটক রাজ্য দলের ভাবনায় আছেন তিনি। তাঁর মত প্রতিভাবান অলরাউন্ডার যেকোনো দলের পাইপলাইনে থাকাটা স্বস্তির বটে, কিন্তু প্রতিভার ঠিকঠাক প্রয়োগ ঘটবে কি না সেটাই এখন দেখার বিষয়।

Share via
Copy link