Social Media

Light
Dark

সাত বছর পর ফিরছে হংকং সিক্সেস

ক্রিকেটপ্রেমীদের জন্য নড়ে চড়ে ওঠার মতই খবর, আবারো মাঠে গড়াতে যাচ্ছে হংকং ইন্টান্যাশনাল ক্রিকেট সিক্সেস। সাত বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালের শেষ দিকে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। এর আগে ১৯৯২ সালে যাত্রা শুরু করে একটানা ২০১৭ সাল পর্যন্ত ক্রিকেট দুনিয়াকে তুমুল বিনোদন দিয়েছে এটি।

ads

আট থেকে বারোটি দলের মাঝে অনুষ্ঠিত হয় হংকংয়ের এই লিগ, আর প্রতি ম্যাচে খেলা হয় মাত্র ছয় ওভার করে। তাই এটাকে ক্রিকেট বিশ্বের সংক্ষিপ্ততম স্বীকৃত টুর্নামেন্টও বলা চলে। অবশ্য ছোট করে দেখার সুযোগ নেই; শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, এমএস ধোনি, ওয়াসিম আকরাম, সনাথ জয়াসুরিয়ার মত কিংবদন্তিরাও এখানে খেলেছিলেন ৷ বাংলাদেশ দলও খেলতে নিয়মিত – আকরাম খান কিংবা আমিনুল ইসলাম বুলবুলরা ছিলেন নিয়মিত মুখ।

১৮৪২ সালে হংকংয়ে প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল, বোঝাই যায় ঐতিহাসিকভাবেই ক্রিকেট মিশে আছে তাঁদের সাথে। তেমন পরিচিতি না থাকা সত্ত্বেও আইসিসির র‍্যাংকিংয়ে নারী ও পুরুষ উভয় বিভাগে তাঁরা সেরা বিশে রয়েছে – যা নি:সন্দেহে প্রশংসার।

ads

আপাতত ক্রিকেট হংকং, চীন (সিএইচকে) এর সব মনোযোগ অনন্য এই আয়োজনকে ঘিরে। সংস্থাটির চেয়ারপারসন বুর্জি শ্রফ বলেন, ‘আমরা এই আইকনিক ইভেন্ট ফিরিয়ে আনার ব্যাপারে রোমাঞ্চিত যা আমাদের ক্রিকেটের পরিচয়পত্র প্রদর্শন করে। বর্তমান পরিকল্পনা হলো হংকং ক্রিকেট সিক্সেসকে একটি বিশ্বব্যাপী জনপ্রিয় লিগে পরিণত করা।’

খসড়া অনুযায়ী আগামী নভেম্বরের ১ তারিখেই শুরু হবে ছয় ওভারের ক্রিকেট দ্বৈরথ; চলবে তিন তারিখ পর্যন্ত। সব মিলিয়ে বারো দল অংশগ্রহণ করবে তিন দিনের ঐতিহ্যবাহী ক্রিকেট যজ্ঞে।

ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত পরাশক্তিদের প্রতিনিধি দল পুরনো আসরগুলোতে খেলেছিল। যদিও এবার কোন কোন দল বা কোন কোন খেলোয়াড়রা খেলবেন সেটা এখনো জানা যায়নি। তবে আশা করা যায় বৈশ্বিক অনেক নামি-দামি তারকাদের দেখা যাবে নিশ্চয়ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link