Social Media

Light
Dark

বাংলাদেশ নয়, নারী বিশ্বকাপ আমিরাতে

বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপের আসর সরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। লম্বা সময় বাদে আইসিসি ইভেন্টের ভেন্যু হওয়ার সুযোগ হাতছাড়া হল বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আইসিসির এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। ভার্চুয়ালি আয়োজিত এই বোর্ড সভার মূল এজেন্ডাই ছিল নারী বিশ্বকাপ। আর সভা থেকে জানা গেছে সব ঠিকঠাক থাকলে আগামী তিন থেকে ২০ অক্টোবর আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপের আসর সরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। লম্বা সময় বাদে আইসিসি ইভেন্টের ভেন্যু হওয়ার সুযোগ হাতছাড়া হল বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

ads

আইসিসির এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। ভার্চুয়ালি আয়োজিত এই বোর্ড সভার মূল এজেন্ডাই ছিল নারী বিশ্বকাপ। আর সভা থেকে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে আগামী তিন থেকে ২০ অক্টোবর আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

রাজনৈতিক পালাবদলের আগ মুহূর্তে অস্থিতিশীলতা ছিল বাংলাদেশ। এমন সহিংস পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের ঝুঁকি নিতে চায় না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ads

এমনকি অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির মত ক্রিকেটারও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন হয়তো ভুল একটা কাজ হবে। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে। তবে আমি এটি আইসিসির ওপর ছেড়ে দেব।’

তাই তো বিশ্বকাপ সরে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসির এই সিদ্ধান্তে সহ-মত প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কার্যত, বিসিবি এখানে আয়োজকের মর্যাদাই পাবে। তবে, বিশ্বকাপের ভেন্যু চলে যাচ্ছে আমিরাতে।

প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছিল ভারতকে। কিন্তু, বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেই প্রস্তাবে রাজি হয়নি। আইসিসি তাই বাধ্য হয়েই বিশ্বকাপ নিয়ে এসেছে আরব আমিরাতে।

Share via
Copy link