ট্রিপল জিরো

ক্রিকেটে ব্যাটসম্যানদের ডাক মারা বা শূন্য রানে আউট হয়ে যাওয়াটা খুবই নিয়মিত ঘটনা। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে এর মাত্রা তো আরো কয়েকগুন বেড়েছে। তবে এমন ব্যাটসম্যান বেশি নেই যারা ওয়ানডে ক্রিকেটে টানা তিন ম্যাচে ডাক মেরেছেন। আবার এমন কয়েকজন আছেন - যারা ব্যাটসম্যান হিসেবে বেশ বিখ্যাত।

ক্রিকেটে একজন ব্যাটসম্যানের জন্য সবচেয়ে দু:খজনক বোধহয় শূন্য রানে আউট হওয়া। ক্রিকেটের ভাষায় যাকে বলে ডাক মারা। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এমন ব্যাটসম্যান পাওয়া মুশকিল যারা কখনো ডাক মারেননি। ক্রিকেটে ব্যাটসম্যানদের ডাক মারা বা শূন্য রানে আউট হয়ে যাওয়াটা খুবই নিয়মিত ঘটনা।

বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে এর মাত্রা তো আরো কয়েকগুন বেড়েছে। তবে এমন ব্যাটসম্যান বেশি নেই যারা ওয়ানডে ক্রিকেটে টানা তিন ম্যাচে ডাক মেরেছেন। আবার এমন কয়েকজন আছেন – যারা ব্যাটসম্যান হিসেবে বেশ বিখ্যাত। টানা তিন ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউট হওয়া সেই গুটি কয়েক ব্যাটসম্যানদের নিয়েই এই তালিকা।

  • টম মুডি (অস্ট্রেলিয়া)

এই সময়ে ক্রিকেটের স্বনামধন্য কোচদের একজন টম মুডি। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার দেশটির হয়ে খেলেছেন ৭৬ টি ওয়ানডে ম্যাচ। সেখানে ১২১১ রানের পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ৫২ উইকেট। তবে এর মাঝে টানা তিন ম্যাচে ডাক মেরেছিলেন এই ক্রিকেটার। ১৯৯৭ সালে পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেবছরই দক্ষিন আফ্রিকার বিপক্ষে মেলবর্নে ও সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর তিন ম্যাচে ডাক মারেন।

এরপর পিঠের ইনজুরির কারণে খুব বেশি লম্বা হয়নি মুডির ক্যারিয়ার। ১৯৯৯ সালে অবসরের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে কাজ করেন তিনি। বর্তমানে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে কাজ করেন।

  • শোয়েব মালিক (পাকিস্তান)

পাকিস্তান ক্রিকেটের সফলতম ক্রিকেটারদের একজন শোয়েব মালিক। পাকিস্তানের এই অলরাউন্ডার দেশটির হয়ে ২৮৭ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ব্যাট হাতে করেছেন ৭৫৩৪ রান ও বল হাতে নিয়েছেন ১৫৮ উইকেট।

তবে পাকিস্তানের গ্রেট এই ক্রিকেটারকেও পার করতে হয়েছে বাজে সময়। ২০০৩-০৪ সালে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে ফিরেছিলেন এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজে এই খারাপ সময় পার করেছিলেন শোয়েব মালিক। তবে এই সবকিছু পিছনে ফেলে তিনি আজ পাকিস্তানের অন্যতম সফল ক্রিকেটারদের একজন।

  • রিকি পন্টিং (অস্ট্রেলিয়ার)

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান ও অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে ৩৭৫ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৩ হাজারেরও বেশি রান। বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সফল ব্যাটসম্যান পন্টিং।

তবে ব্যাট হাতে তিনি পরপর তিনবার শূন্য রানে আউট হয়েছেন। ২০০০ সালে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে ডাক মেরেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। তিনটি ম্যাচই হয়েছিল অস্ট্রেলিয়ায়।

  • অ্যান্ড্রু সাইমন্ডস (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তালিকায় জায়গা করে নিলেন দেশটির সফল আরেক ক্রিকেটার। এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৯৮ টি ওয়ানডে ম্যাচ। সেখানে ৫০৮৮ রানের পাশাপাশি আছে ১৩৩ টি উইকেট।

তবে তিনিও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে ডাক মেরেছিলেন। ২০০৪ সালে এই দুই দলের বিপক্ষে আলাদা দুইটি সিরিজে এই বাজে সময় পার করেন তিনি।

  • মুশফিকুর রহিম (বাংলাদেশ)

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কিপার ব্যাটসম্যানদের মধ্যেও সেরাদের তালিকায় থাকবেন তিনি। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক দেশটির হয়ে খেলেছেন ২২৭ টি ওয়ানডে। সেখানে ৩৭.১৮ গড়ে তাঁর ঝুলিতে আছে ৬৫৮১ রান।

তবে ক্যারিয়ারের শুরুতে ২০০৭ সালে পরপর তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুইবার ও পরে নিউজিল্যান্ডের বিপক্ষে একবার ডাক মারেন মুশফিক। যদিও, বর্তমান সময়ের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...