জিসান ঝড় দেখল নেপাল!

নেপালের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী জিসান আলম, খেললেন ৭৩ রানের অনবদ্য এক ইনিংস। সেই সাথে টি-টোয়েন্টিতে ওপেনিং পজিশনের জন্য বোধহয় একটা স্টেটমেন্ট দিয়ে রাখলেন।

নেপালের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী জিসান আলম, খেললেন ৭৩ রানের অনবদ্য এক ইনিংস। সেই সাথে টি-টোয়েন্টিতে ওপেনিং পজিশনের জন্য বোধহয় একটা স্টেটমেন্ট দিয়ে রাখলেন।

টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ২২৮ রান তাড়া করতে নেমে ১৭ বলে করেছিলেন ৩৩ রান। হয়তো একটা আক্ষেপ ছিল দুর্দান্ত খেলেও ইনিংস বড় করতে না পারার। তবে আজকের ইনিংসে কোনো আক্ষেপ রাখার সুযোগ বোধহয় নেই।

৪৬ বলে ৭৩ রান, স্ট্রাইক রেটটা প্রায় ১৫৯। চারটি চারের সাথে জিসান হাঁকিয়েছেন পাঁচটি ছয়। ওপেনিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন, চেষ্টা করেছেন দ্রুত রান তোলার।

জিসানের সবচেয়ে বড় অস্ত্র খুব সহজেই পাওয়ার ক্রিকেট খেলতে পারেন। সুযোগ পেলেই বাজে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠাতে পারেন অনায়াসে। তিনি যতক্ষণ ক্রিজে থাকবেন, ততক্ষণ পর্যন্ত রানের চাকা চলতেই থাকবে।

আজকের ইনিংস যেন সেটাই প্রমাণ করল। নিজের ইনিংসের পুরোটা সময় যেন নেপাল বোলারদের ঘুম হারাম করে ছেড়েছেন, তাঁর আউটের পর হাফ ছেড়ে বেঁচেছে বোলাররা।

বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন ইতিমধ্যেই আগ্রাসী ব্যাটিংয়ে দলের ভরসার নাম হয়ে উঠেছেন। তবে ব্যাকআপ পজিশনে তাঁদের ফায়ার পাওয়ারের সাথে মানিয়ে নেওয়ার মতো তেমন কেউ নেই।

নাইম শেখকে চেষ্টা করানো হলেও আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ব্যাটিংটা একেবারেই চলনসই না। বিশেষ করে ওপেনিং পজিশনে। সেক্ষেত্রে জিসান আলম হতে পারেন ভরসার নাম।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন, যেখানেই সুযোগ পাচ্ছেন সেটাই কাজে লাগাচ্ছেন। সেই সাথে আগ্রাসী ব্যাটিংটা তাঁকে আলাদা করে তুলেছে অন্যদের থেকে। তিনি যেন একটা সম্ভাবনার আলো হয়ে জ্বলছেন দেশের ক্রিকেট আকাশে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link