র‌্যাংকিং নিয়ে চিন্তা নয়

র‌্যাংকিংয়ে নিয়ে দুশ্চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে আইসিসি জানিয়েছিল, টেস্ট র‌্যাংকিংয়ের দশে চলে গেছে বাংলাদেশ। তবে, পরে ভুল শুধরে দিয়ে ফের নয়ে উঠে এসেছে বাংলাদেশ। তবে, সে যাই হোক না কেন - র‌্যাংকিং নিয়ে ভাবছে না বাংলাদেশ দল।

র‌্যাংকিংয়ে নিয়ে দুশ্চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুরুতে আইসিসি জানিয়েছিল, টেস্ট র‌্যাংকিংয়ের দশে চলে গেছে বাংলাদেশ। তবে, পরে ভুল শুধরে দিয়ে ফের নয়ে উঠে এসেছে বাংলাদেশ। তবে, সে যাই হোক না কেন – র‌্যাংকিং নিয়ে ভাবছে না বাংলাদেশ দল। জানালেন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর মাত্র চারটি ম্যাচ খেলেছে আফগানিস্তান। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সাথে হারলেও আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছিলো আফগানরা। চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছিলো রশিদ মুজিবরা।

তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান মনে করেন, করোনা বিপর্যয়ে গত বছর অনেক গুলো টেস্ট স্থগিত হয়ে যাওয়াতেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা অনেক গুলো টেস্ট হাতছাড়া করেছি। বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে, আমরা যত বেশি খেলব তত উন্নতি করব। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেশি খেলেই একটা পর্যায়ে এসেছি। টেস্টেও আমরা ওরকম চাচ্ছি।’

স্থগিত হওয়া টেস্ট গুলো ফিরিয়ে আনার চেস্টা করছে বিসিবি। বেশি টেস্ট খেললে উন্নতি হবে বলেও আশাবাদী আকরাম খান। তিনি বলেন, ‘আমাদের আশা বেশি টেস্ট খেলার। সেই সুযোগ হাতছাড়া হলেও আমরা চেষ্টা করছি সিরিজ গুলো ফিরিয়ে আনার। একটা জিনিস আমি বিশ্বাস করি, টেস্ট যত বেশি আমরা খেলতে পারব তত উন্নতি করব।’

র‍্যাঙ্কিংয়ের থেকেও আকরামের কাছে গুরুত্বপূর্ণ বেশি বেশি টেস্ট খেলা। টেস্ট খেলার প্রয়োজনীয়তা উল্লেখ করে আকরাম খান বলেন, ‘র‍্যাঙ্কিং অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আবার অনেক ক্ষেত্রে না। আমাদের জন্য ম্যাচ খেলা বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু টেস্ট খেলতে পারিনি, আমাদের র‍্যাঙ্কিং তো নিচে নামবেই। আমাদের আশা বেশি টেস্ট খেলার।’

তবে, খুব দ্রুতই নিজেদের রেটিং পয়েন্টে উন্নতি আনার সুযোগ আছে বাংলাদেশের। চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচে হারালে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৬৬।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে তিন ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর ১১ ফেব্রুয়ারি মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...