আজও আছে সেই পথ, শুধু নেই তুমি

এই আজ ফোটা সুন্দর গোলাপের পাপড়ি গুলোও একদিন বিবর্ণ হয়ে ঝড়ে যায়, রয়ে যায় কোন এক বইয়ের পাতায় স্মৃতি হয়ে। ঠিক যেমনটা আভাস পাওয়া যাচ্ছে ইউরোপীয় ফুটবল অঙ্গনে। একটা সময় যেখানে সঙ্গীত শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকের জুটি নিয়ে গল্প হত, প্রশংসা কুড়োতো সে জুটিতেই তো আজ ভাঙনের সুর। এই সুরে ছেয়ে গেছে সমগ্র ইউরোপ।

এই আজ ফোটা সুন্দর গোলাপের পাপড়িগুলোও একদিন বিবর্ণ হয়ে ঝড়ে যায়, রয়ে যায় কোন এক বইয়ের পাতায় স্মৃতি হয়ে। ঠিক যেমনটা আভাস পাওয়া যাচ্ছে ইউরোপীয় ফুটবল অঙ্গনে। একটা সময় যেখানে সঙ্গীত শিল্পী শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকের জুটি নিয়ে গল্প হত, প্রশংসা কুড়োতো সে জুটিতেই তো আজ ভাঙনের সুর। এই সুরে ছেয়ে গেছে সমগ্র ইউরোপ।

প্রায় এক যুগ আগে। স্পেন যেবার বিশ্বকাপ জিতেছিল, ঠিক সে বছরই জেরার্ড পিকে এবং শাকিরা আবদ্ধ হন প্রেমের বন্ধনে। পিকে ছিলেন স্পেনের রক্ষণের অন্যতম কাণ্ডারি। অন্যদিকে, শাকিরা গেয়েছিলেন ‘ওয়াকা ওয়াকা’। শাকিরার গানে যখন বিশ্ববাসী উন্মাদ তখনই ঠিক দুইজন পড়ে যান প্রেমে। বিশ্বকাপ জয়ের পর পরই খোলাসা হয় সামনে আসতে থাকে তাদের মধ্যে থাকা সম্পর্ক।

দীর্ঘ প্রায় ১২টি বছর তাঁরা কাটিয়ে দিয়েছেন একসাথে। দু’টি সন্তানও রয়েছে তাদের। মিলান ও সাশা নামের দুইটি ছেলে রয়েছে পিকে আর শাকিরার। তবে প্রাতিষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে এখন অবধি আবদ্ধ হননি তাঁরা দু’জন। আর নতুন করে সে বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনাও যেন ক্রমশ ছুটে চলেছে নিচের দিকে। কেননা শোনা যাচ্ছে অন্য আরেক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছেন পিকে।

হ্যাঁ, যে ভালবাসা ছিল উদাহরণ, সে ভালবাসাই যেন আজ কেমন করে রুপ পালটে ফেলছে। বেশকিছু গুঞ্জন রয়েছে। প্রতিবেশীদের মতে, তাদের মধ্যে সম্পর্কে ফাটল ইতোমধ্যেই ধরতে শুরু করেছে। পিকে বাড়িতে খুব একটা থাকছেন না। ঘুরে বেড়াচ্ছেন তাঁর ক্লাব সতীর্থদের সাথে। তবে তাঁরা সকলেই বেশ বয়সে ছোট। অন্যদিকে, সংবাদ মাধ্যমে একের পর এক যেন খবর বেড়িয়ে চলেছে।

কেউ বলছেন ২০ বছর বয়সী কোন এক তরুণীর সাথে সম্পর্কে জড়িয়ে গেছেন পিকে তো আবার কেউ বলছেন সতীর্থ গাভির মায়ের সাথে নাকি নতুন করে সম্পর্ক গড়েছেন তিনি। এমন সব গুঞ্জনে সয়লাব পুরো ইউরোপীয় মিডিয়া। তাছাড়া কেউ কেউ মনে করেন যে শাকিরার নতুন গানটিও নাকি তাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতির ভাবার্থ বহন করেন। যেখানটায় উঠে এসেছে প্রতারিত হওয়ার চিত্র।

তবে এখন অবধি কোন পক্ষ থেকেই কোন ধরণের বিবৃতি আসেনি। আকাশে, বাতাসে শুধু নতুন নতুন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘের মত। শরতের আকাশটা যেমন হয়। তবে সমূহ সম্ভাবনা রয়েছে সে মেঘ রুপান্তরিত হবে ঘন কাল মেঘে। কেননা যা রটে তার কিছুটা হলেও তো ঘটে। নিশ্চয়ই ইউরোপীয় গণমাধ্যমের সব খবর ভুল নয়। এত গুলো গণমাধ্যম কিংবা সাংবাদিক মারফত জানা খবরের সবগুলো তো আর মিথ্যা হতে পারে না। কোন একটা খবর নিশ্চয়ই সত্যি।

যদি তেমনটা নাও হয়ে থাকে তবে শাকিরা কিংবা পিকে তাদের উচিৎ নিজেদের অবস্থান পরিষ্কার করা। জল বেশি ঘোলা হয়ে যাওয়ার আগেই। কিন্তু এই যে যাদের কাছে পিকে-শাকিরার ভালবাসা আদর্শ ছিল কিংবা ছড়াত মুগ্ধতা তাঁরা ঠিক আসলে মেনে নেবেন যদি শেষমেশ হয় তাদের বিচ্ছেদ? এই যে সেদিন ফোঁটা গোলাপের পাপড়িগুলো ক্রমশ মুষড়ে পড়ছে  তা কি আর সজীব হবে? ছড়াবে সৌরভ?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...