‘ওরা এক-দুই বছর না খেলে আসলেও পারফরম করবে’

বিশ্বকাপে তামিমের পারফরম্যান্স করা নিয়ে কোন সংশয় নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। খেলা ৭১ এর সাথে আলাপকালে তিনি জানিয়েছেন অভিজ্ঞতার জন্যই কোন সমস্য হবে না তামিমের। তিনি মনে করেন দীর্ঘ দিন খেলার বাইরে থাকার কারণে বিশ্বকাপে আরো ভালো করবেন এই ওপেনার।

সব কিছু ঠিক থাকলে দীর্ঘ বিরতির পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল। চোট কাটিয়ে অভিজ্ঞ এই ওপেনারের ফেরাতে স্বস্তি থাকলেও বিস্তর আলোচনা সমালোচনা হচ্ছে তাঁর ফেরার ধরণ নিয়ে। প্রশ্ন উঠেছে দীর্ঘ দিন কোন ম্যাচ না খেলে বিশ্বকাপের মত বড় মঞ্চে কেমন করবেন তামিম?

তবে বিশ্বকাপে তামিমের পারফরম্যান্স করা নিয়ে কোন সংশয় নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। খেলা ৭১-এর সাথে আলাপকালে তিনি জানিয়েছেন অভিজ্ঞতার জন্যই কোন সমস্য হবে না তামিমের। তিনি মনে করেন দীর্ঘ দিন খেলার বাইরে থাকার কারণে বিশ্বকাপে আরো ভালো করবেন এই ওপেনার।

আশরাফুল বলেন, ‘কোন ঘাটতি থাকবে না। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ও। আমার মনে হয় ও ভালোই করবে। কয়েকটা ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। এতো দিন খেলে নাই এটার জন্য সে আরো ভালো খেলবে।’

টেস্ট বা ওয়ানডে স্কোয়াড হলে হয়তো প্রশ্নটা উঠতো না অভিজ্ঞ এই ওপেনারকে নিয়ে। সাদা চোখে টি-টোয়েন্টি স্কোয়াডেও ওপেনার হিসাবে দলের প্রথম পছন্দ তামিম। স্বাভাবিক ভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও থাকতেন তিনি। তবে চোট ও ব্যক্তিগত সমস্যর কারণে তামিম দীর্ঘ সময় টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকাতেই পাল্টে গেছে দৃশ্যপট।

তামিম দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর করোনার কারণে কিছু দিন বাংলাদেশ ক্রিকেটের বাইরে থাকলেও করোনা পরবর্তী নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে তামিম খেলেননি টি-টোয়েন্টি সিরিজে।

নিউজিল্যান্ড সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে ও জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেললেও চোটের কারণে তামিম খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজে। চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না অভিজ্ঞ এই ওপেনার।

তামিম নেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। এই সিরিজ শেষে বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোন খেলাও নেই। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে সরাসরি বিশ্বকাপ দিয়ে তামিম টি-টোয়েন্টিতে ফিরে মানিয়ে নিতে পারবেন কিনা বা নিজের চেনা ছন্দ খুঁজে পাবেন কিনা।

তবে এই প্রশ্নেও তামিমের পাশে দাঁড়াচ্ছেন আশরাফুল। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক মনে করেন দুই বছর পর ফিরলেও পারফরম্যান্স করতে সমস্য হবে না তামিম, সাকিব বা মুশফিকের। তিনি বলেন, ‘এটা যদি অন্য কোন খেলোয়াড় হতো তাহলে ফেরানোটা ঠিক হতো না। তামিম, মুশফিক, সাকিব ওরা এক দুই বছর না খেলে আসলেও অটোমেটিক পারফরম করতে পারবে।

জানিয়ে রাখা ভালো, চলতি বছরের অক্টোবর মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। মূল পর্বে ১২ দলের লড়াই শেষে বিশ্বকাপ শেষ হবে ১৪ নভেম্বর।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...