Social Media

Light
Dark

১০ উইকেটেই জয় আসবে, জানত বাংলাদেশ

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মোটে ছয় ওভার তিন বল স্থায়ী হয়। সুইপ করে বল বাউন্ডারিতে পাঠান জাকির, নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। ব্যস, ইতিহাস। রাওয়ালপিন্ডিতে নতুন ইতিহাসই লিখে ফেলল বাংলাদেশ।

জয়টা আসবে, আর সেটাও হবে দশ উইকেটেই – বাংলাদেশ দল কি সেটা আগে থেকেই জানত?

ads

দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান ব্যাট করতে নামলেন। লক্ষ্য মাত্র ৩০ রানের। এই অবস্থায় হয়তো বাংলাদেশকে হারিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু পাকিস্তান দল তো দুই-তিনটা উইকেট পাওয়ার প্রত্যাশাই করতে পারে।

কিন্তু, বাংলাদেশের ড্রেসিংরুম ছিল একেবারেই নির্ভার। ওয়ান ডাউনে সাধারণ ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি প্যাড আপ হননি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেওয়া সাকিব আল হাসানও হাফ প্যান্ট পরে শরীর এলিয়ে দিয়ে বসে ছিলেন।

ads

ড্রেসিংরুমের যতটা প্রকাশ্য – সে জায়গায় অন্তত প্যাড আপ কাউকে দেখা যায়নি। তাহলে কি বাংলাদেশ দল আগে থেকেই জানত, জয়টা আসতে চলেছে ১০ উইকেটেই?

হলও তাই। কোনো রকম বিপদ নামতে দেননি দুুই ওপেনার। জয় নিশ্চিত করেই তাঁরা মাঠ ছাড়েন। প্রথমবারের মত কোনো দল পাকিস্তানকে তাঁদেরই মাটিতে ১০ উইকেটে টেস্ট হারিয়ে দিল।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস মোটে ছয় ওভার তিন বল স্থায়ী হয়। সুইপ করে বল বাউন্ডারিতে পাঠান জাকির, নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। ব্যস, ইতিহাস। রাওয়ালপিন্ডিতে নতুন ইতিহাসই লিখে ফেলল বাংলাদেশ।

Share via
Copy link