Social Media

Light
Dark

তিন ফরম্যাটের চুক্তিতে তাসকিন-মিরাজ, নেই রাব্বি

এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার কারা? সবার প্রথমেই হয়তো মাথায় আসবে ব্যাটার লিটন দাসের কথা। আবার পেসার তাসকিন আহমেদও আছেন দুরন্ত ফর্মে। ওদিকে সাকিব আল হাসান তো ধারাবাহিকভাবেই বাংলাদেশের সেরা পারফর্মার। এছাড়া গত বছর অলরাউন্ডার হিসেবে নিজেকে নতুন করে প্রমাণ করেছেন মেহেদী হাসান মিরাজ। আর এই চারজনই আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে।

আজ দুপুরেই বিসিবি প্রকাশ করেছে বহুল কাঙ্ক্ষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা। তিন ফরম্যাট মিলিয়ে সেখানে আছে ২১ ক্রিকেটারের নাম। এই তালিকায় যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার। আবার স্বাভাবিকভাবেই বেশ কয়েকজন বাদও পড়েছেন বিসিবির এই চুক্তি থেকে।

২০২৩ সালের এই চুক্তিতে চারজন ক্রিকেটার আছেন তিন ফরম্যাটেই। তাঁরা হচ্ছেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। ওদিকে এবারের চুক্তি থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার।

বছর জুড়ে পারফর্ম করতে না পারায় চুক্তি নবায়ন করা হয়নি মাহমুদুল হাসান জয়ের। এছাড়া এবছরের চুক্তি থেকে বাদ পড়েছেন আরেক ব্যাটার ইয়াসির আলি রাব্বিও। এছাড়া সাদমান ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখও বাদ পড়েছেন এই চুক্তি থেকে।

ওদিকে হঠাতই সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় জাকির হাসানের। সেই সুযোগ কাজে লাগিয়ে পারফর্মও করেছেন জাকির হাসান। তাঁর পুরষ্কারও মিলেছে হাতেনাতেই। বিসিবির ২০২৩ সালী কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার। মোসাদ্দেক হোসেন সৈকতও এবার নতুন করে জায়গা পেয়েছেন চুক্তিতে। তাঁকে আনা হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে।

ওদিকে হাসান মাহমুদ ও খালেদ আহমেদ এই দুই পেসারকেও এবার চুক্তিতে রাখা হয়েছে। হাসান মাহমুদ আছেন টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে আর খালেদ আহমেদ আছেন টেস্ট ফরম্যাটের চুক্তিতে।

  • কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা

টেস্ট: লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে: লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি: লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link