উইকেটেররক্ষকদের সোনালি ব্যাট

করোনার কারণে গতবছর থমকে থাকা অনেক ম্যাচও মাঠে গড়িয়েছে এবছর। সেসব ম্যাচে দারুণ কিছু পারফর্মারও পাওয়া গিয়েছে এবছর। টেস্টে উইকেট কিপারদের কাজটা এমনিতেই কঠিন হয়। সারাদিন কিপিং করে তাঁদের জন্য ব্যাটিং করাটাও বেশ কঠিন কাজ। তবে এবছর কয়েকজন কিপার সেই কাজটা করেছেন দারুণ ভাবে। ম্যাচে কিপিং করেও এবছর সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের নাম থাকছে এই তালিকায়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে এবছর সাদা পোশাকের ক্রিকেট বেশ ব্যস্ত সময় পার করেছে। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচকে ঘিরে তৈরি হয়েছিল বাড়তি উত্তেজনা। এছাড়া সারাবছরই টেস্টে দারুণ সব ম্যাচ হয়েছে এবছর।

করোনার কারণে গতবছর থমকে থাকা অনেক ম্যাচও মাঠে গড়িয়েছে এবছর। সেসব ম্যাচে দারুণ কিছু পারফর্মারও পাওয়া গিয়েছে এবছর। টেস্টে উইকেট কিপারদের কাজটা এমনিতেই কঠিন হয়। সারাদিন কিপিং করে তাঁদের জন্য ব্যাটিং করাটাও বেশ কঠিন কাজ। তবে এবছর কয়েকজন কিপার সেই কাজটা করেছেন দারুণ ভাবে। ম্যাচে কিপিং করেও এবছর সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের নাম থাকছে এই তালিকায়।

  • ঋষাভ পান্ত (ভারত)

ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দারুণ এক সম্ভাবনাময় নামে পরিণত হয়েছেন ঋষাভ পান্ত। ভারতের হয়ে নিয়মিত রান করে যাচ্ছেন এই ব্যাটসম্যান। এছাড়া উইকেটের পিছনেও দারুণ ঋষাভ পান্ত। এছাড়া এবছর ব্যাট হাতে করেছেন  এবছর ভারতের হয়ে ২১ ইনিংসে পান্ত করেছেন মোট ৭৪৮ রান। তাঁর ব্যাটিং গড় ছিল ৩৯.৩৬। উইকেট কিপার হিসেবে এবছর সবচেয়ে বেশি রান করেছেন তিনিই।

  • লিটন দাস (বাংলাদেশ)

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে এবছর দারুণ সময় পার করেছেন লিটন দাস। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা বভালো যায়নি তাঁর। তবে টেস্ট ক্রিকেটে ছিলেন দারুণ ধারাবাহিক। বাংলাদেশের হয়ে এবছর মোট ৭ টি টেস্ট খেলেছেন তিনি। সেখানে ৪৯.৫০ গড়ে তিনি করেছেন ৫৯৪ রান। টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরিটাও পেয়েছেন এবছর।

  • নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার এই উইকেট কিপারও আছেন আমাদের তালিকায়। লংকানদের যদিও আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না। তবে এবছর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে ভালো সময় কাটিয়েছেন নিরোশান ডিকওয়েলাও। বছর ৭ টেস্টে ৪২.০৯ গড়ে এই ব্যাটসম্যান করেছেন ৪৬৩ রান।

  • মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)

এবছর ব্যাট হাতে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন মোহম্মদ রিজওয়ান। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ধারাবাহিক ভাবে রান করেছেন। টেস্টেও দেখা গিয়েছে একই চিত্র। পাকিস্তানের হয়ে এবছর খেলেছেন ৯ টি টেস্ট। সেখানে ১৩ ইনিংসে ৪৫.৫০ গড়ে করেছেন ৪৫৫ রান। নামের পাশে একটি সেঞ্চুরিও আছে তাঁর।

  • জশুয়া ডা সিলভা (ওয়েস্ট ইন্ডিজ)

গতবছরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন ডা সিলভা। আর এবছরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিপার ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এবছর ক্যারিবীয়দের হয়ে মোট ১০ টি টেস্ট খেলেছেন তিনি। সেখানে ১৯ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৮৫ রান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...