উদযাপন তৈরি রেখেছে ব্রাজিল

ভিনিসিয়াস সাফ জানিয়ে দেন, এমন আরও উদযাপন তৈরি করেই রেখেছে ব্রাজিল দল। তিনি বলেন, ‘আমাদের আরও কিছু উদযাপন প্রস্তুত করা আছে। তাই আমাদের ভালো খেলে যেতে হবে, ম্যাচ জিততে হবে এবং এই প্রক্রিয়ায় আনন্দ করে যেতে হবে। আমাদের শান্ত ও মনযোগী থাকতে হবে। কারণ আমাদের বিপক্ষের চেয়ে পক্ষে বেশি মানুষ রয়েছে।’

সুন্দর ফুটবল খেলেই সামনে এগোচ্ছে ব্রাজিল। এর সাথে যোগ হয়েছে সাম্বা নাচের উদযাপন। শুধু ফুটবলই নয়, মাঠে ব্রাজিলিয়ান ফুটবলারেদের উদযাপনও নজর কাড়ছে। ফুটবল জাদুর সাথে সাথে নাচ দিয়েও বিশ্ব ফুটবলকে উদ্বেলিত রাখছেন নেইমার, ভিনিসিয়াস, পাকুয়েতারা।

যদিও, সেলেসাওদের উদযাপনের সমালোচনাও হচ্ছে। সেখানে আছেন খোদ রয় কিনও। আয়ারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার রয় কিন দাবি তুলেছেন, নেইমারদের নাচ প্রতিপক্ষের জন্য অসম্মানজনক। তিনি বলেন, ‘আমি জানি এটা ওদের সংস্কৃতির অংশ। আমার মনে হয়, প্রতিপক্ষের প্রতি এটা সত্যিই অসম্মানজনক।’

ভিনিসিয়াসের মতে, ব্রাজিলিয়ানদের নাচ প্রতিপক্ষকে অসম্মান করতে নয়, বরং আনন্দের বহি:প্রকাশ। তিনি জানান, এটাই ব্রাজিলিয়ান সংস্কৃতির অংশ। তাই গোলের পর সেলিব্রেশন করার জন্য এই নাচ থামাবে না ব্রাজিল দল।

তিনি বলেন, ‘কাউকে অসম্মানের জন্য নাচেন না তারা। এটাই ব্রাজিলের সংস্কৃতি। অবশ্যই, কিছু মানুষ অভিযোগ করতে পছন্দ করে যখন তারা অন্যের সুখ দেখে। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দপ্রিয় মানুষ। তাই এটি সবসময়ই বিরক্ত করবে (নিন্দুকদের)। ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো গোল করা, আর বিশ্বকাপ হলে এটা আরও গুরুত্বপূর্ণ। তাই এটা শুধু আমাদের খেলোয়াড়দের জন্য নয়, পুরো দেশের জন্য আনন্দের মুহূর্ত।’

ভিনিসিয়াস সাফ জানিয়ে দেন, এমন আরও উদযাপন তৈরি করেই রেখেছে ব্রাজিল দল। তিনি বলেন, ‘আমাদের আরও কিছু উদযাপন প্রস্তুত করা আছে। তাই আমাদের ভালো খেলে যেতে হবে, ম্যাচ জিততে হবে এবং এই প্রক্রিয়ায় আনন্দ করে যেতে হবে। আমাদের শান্ত ও মনযোগী থাকতে হবে। কারণ আমাদের বিপক্ষের চেয়ে পক্ষে বেশি মানুষ রয়েছে।’

কোয়ার্টার ফাইনালে শুক্রবার ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সেই ম্যাচেই কি আবার দেখা যাবে নতুন কোনো উদযাপন? উত্তরের জন্য সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...