বার্সা স্বপ্নে বিভোর ব্রাজিলিয়ান বিস্ময় তরুণ

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ একের পর এক ব্রাজিলিয়ান তরুণ দলে ভেড়াচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো তো দারুণ পারফর্মও করছেন গত দুই মৌসুম ধরে। পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনাও।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ একের পর এক ব্রাজিলিয়ান তরুণ দলে ভেড়াচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো তো দারুণ পারফর্মও করছেন গত দুই মৌসুম ধরে। পালা বদলের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনাও। দলবদলের বাজারে তরুণ খেলোয়াড়দের দিকে এখন নজর কাতালানদের। ইউরোপীয় খেলোয়াড়দের দিকে এতদিন নজর থাকলেও লাতিনের ফুটবলারদের দিকেও তীক্ষ্ম নজর রাখছেন জাভি এবং তাঁর স্কাউট টিম।

সম্প্রতিই আর্জেন্টাইন বিস্ময় বালক লুকাস রোমানকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। যদিও বয়স ১৮ হবার আগে তাকে দলে খেলাতে পারবে না কাতালানরা। আর্জেন্টিনার পাশাপাশি প্রতিবেশি ব্রাজিলের তরুণ প্রতিভা গুলোতেও নজর রাখছে বার্সেলোনা। ক’দিন আগেই এন্ড্রিক ফিলিপেকে দলে ভিড়িয়ে হইচই ফেলে দিয়েছিল রিয়াল মাদ্রিদ।

এবার ব্রাজিলিয়ান লিগের আরেক বিস্ময় বালক ভিতর রোকের প্রতি আগ্রহী বার্সা। মাত্র ১৭ বছর বয়সেই ব্রাজিলের ক্লাব অ্যাটলেটিকো পারানেইন্সের হয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছেন তিনি। ব্রাজিলের ভবিষ্যত সুপারস্টারও ধরা হচ্ছে এই ফরোয়ার্ডকে।

রোকের প্রতি আরো আগে থেকেই নজর রাখছিল বার্সা। ২০২১ সালের মে মাসে প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয় ১৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেন্ট্রাল ফরোয়ার্ডের। রোকের ক্লাব অ্যাটলেটিকো পারানেইন্সের সাথে কথা চলছে বার্সেলোনার।

এই সেন্ট্রাল ফরোয়ার্ডকে পেতে বার্সার খরচ করতে হতে পারে ২৫ মিলিয়ন ইউরো। যদিও এখনই চুক্তি করছে না বার্সা। অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে সামনের গ্রীষ্মকালীন দলবদলে রোকের সাথে চুক্তি সম্পন্ন করার কথা ভাবছে কাতালানরা।

এদিকে, ভিতর রোকের প্রিয় ক্লাবও বার্সেলোনা। এই মৌসুমের শেষ পর্যন্ত কোনো চুক্তির প্রস্তাব না আসলেও বার্সেলোনার জন্য অপেক্ষা করবেন রোকে; এমনটাই জানাচ্ছে বেশ কয়েকটি গণমাধ্যম। বার্সেলোনার জন্য যা অনেকটাই স্বস্তির খবর। আর্জেন্টাইন লুকাস রোমানের পর এবার ব্রাজিলিয়ান লিগের অন্যতম সেরা প্রতিভাকে দলে টানার খুব কাছে এখন ব্লু গ্রানাররা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...