Social Media

Light
Dark

এমন যদি হত…

  • প্রশ্ন: অধিনায়ক, আপনাকে মনে হচ্ছে, একটু শক্ত হয়ে বসে আছেন?

অধিনায়ক: শক্ত হওয়ারই কথা। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে আমরা সুপার টুয়েলভে উঠেছি, কিন্তু আমরা তো ধারাবাহিক হতে পারিনি। প্রথম ম্যাচ হেরেছি। এই গ্রুপে আমাদের শেষ ম্যাচ পর্যন্ত অনিশ্চয়তায় থাকার কথা নয়।

ক্রিকেট খেলায় যে কোনো কিছু হতে পারি। আমরাও স্কটল্যান্ডের কাছে হারতে পারি। কিন্তু মূল কথা হলো, আমরা আসলে ভালো ক্রিকেট খেলতে পারিনি। সহযোগী দেশগুলির সঙ্গে পার্থক্য আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া উচিত ছিল।

ভক্ত-সমর্থকদের প্রত্যাশা আছে আমাদের প্রতি। কোটি কোটি সমর্থক আমাদের, ক্রিকেট পাগল জাতি। তারাই খেলাটার প্রাণ। তাদের জন্যই আমরা খেলি, তাদের জন্যই আমরা এই বিশ্বকাপের মঞ্চে। দলের হারে তারা কষ্ট পেয়েছেন,

আমাদের হৃদয়েও রক্তক্ষরণ হয়েছে। এজন্যই আমরা এখনই সন্তুষ্ট নই। আমাদেরও পরিবার আছে, তাদের প্রত্যাশা আছে। নিজেদের কাছেও প্রত্যাশা আছে। প্রত্যাশা পূরণ করতে পারিনি বুঝেই আমরা শক্ত হয়ে আছি। কারণ, এখনই উচ্ছ্বাসের কিছু নেই। আরও অনেক পথ পাড়ি দিতে হবে আমাদের, বড় কিছু করতে হবে। আশা পূরণ করতে পারব কিনা, জানি না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে চাই।

  • প্রশ্ন: বিসিবি সভাপতি প্রকাশ্যে আপনাদের সমালোচনা করেছেন। এটা কি আপনাদের স্পর্শ করেছে?

অধিনায়ক: আমরা আসলে কেবল নিজেদের খেলা নিয়েই ভাবছি। নিজেদের সেরাটা কিভাবে দিতে পারি। বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি দল আমরা, অবশ্যই আরও ভালো করা উচিত ছিল। আরও ভালো আমরা করতে পারি। আরও ভালো করা উচিত।

আমরা এতটা ভালো করতে চাই যেন পেছনে ফিরে তাকিয়ে সবাই বলতে পারে, স্কটল্যান্ডের কাছে হারটা সত্যিই অঘটন ছিল। পারফর্ম করতে পারলে আশা করি, আমাদের মুখে খুব বেশি কিছু বলতে হবে না।

____________________

  • প্রশ্ন: পাপন ভাই, দল কালকে হেরে গেল, কি বলবেন এই পারফরম্যান্স নিয়ে? কোন জায়গায় সমস্যা হচ্ছে?

বিসিবি সভাপতি: এসব নিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি কি টেকনিক্যাল লোক! কোচ-সাপোর্ট স্টাফ-অধিনায়করা কেন আছেন? মাঠের ক্রিকেট নিয়ে কথা বলা কি আমার কাজ? কোচদের তাহলে কেন রেখেছি?
ক্রিকেটের উন্নতি, অবকাঠামো, নানা সমস্যা, কিংবা দল নিয়ে আমার আশা, এসব জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন।

  • প্রশ্ন: দলের সঙ্গে তো আমার মিটিং হলো, কি বলেছেন তাদের?

বিসিবি সভাপতি: সেটা তো আপনাদেরকে বলতে পারি না। দলকে যা বলেছি, সেটা দলের ভেতরই থাকুক।
দল অপ্রত্যাশিতভাবে হেরে গেছে। তবে এটা মাত্রই প্রথম ম্যাচ। অনেক কিছু বাকি আছে। আমি আমার ছেলেদের পাশে আছি। আশা করি, ওরা ঘুরে দাঁড়াবে। ওদের যা লাগবে, আমরা দেওয়ার চেষ্টা করব। ব্যস।

  • প্রশ্ন: কিন্তু অমুক ব্যাটসম্যান বল নষ্ট করল, তমুক ক্যাচ ছাড়ল…

বিসিবি সভাপতি: আপনারা যা দেখেছেন, আমরাও দেখেছি। খারাপ লাগারই কথা। দলের খারাপ লাগছে, আমাদের লাগছে, দেশের সবার খারাপ লাগছে। ক্রিকেটে এরকম হতেই পারে। এমন নয় যে এই ছেলেরা পারে না। আশা করি, ঘুরে দাঁড়াবে দল।
দয়া করে আর কোনো কথা জিজ্ঞেস করবেন না। আজকে শেষ।

__________________

  • প্রশ্ন: মাঠের বাইরে আপনাদের নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে, অনেক কথা হচ্ছে…

সিনিয়র ক্রিকেটার: সমর্থকদের অনেক প্রত্যাশা থাকে। তাদের চাওয়া থাকে। আমরা এখনও তা পূরণ করতে পারিনি। সমালোচনা হতেই পারে।

আমরা টি-টোয়েন্টিতে দেশের মাঠে হংকংয়ের কাছে হেরেছি, আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশড হয়েছি, নেদারল্যান্ডসের কাছে হেরেছি, স্কটল্যান্ডের কাছে দুটি ম্যাচ খেলে দুটিই হারলাম। আজকেও জেতার মতো অবস্থায় থেকে হেরে গেলাম। বিশ্বকাপের মূল পর্বে ২০০৭ সারের পর কোনো ম্যাচ জিতিনি। আমরাও জানি যে এই ফরম্যাটে আমাদের সেরাটা আমরা দেখাতে পারিনি। নিজেদের আয়নায় তাকিয়ে এটাই দেখছি আমরা। সমালোচনা তাই হবেই।

যারা গালাগাল করেন বা ব্যক্তিগত আক্রমণ করেন, তাদের নিয়ে বলার কিছু নেই। সত্যিকারের সমর্থক যারা, দলকে ভালোবাসেন, তাদের সমালোচনাতেও ভালোবাসাই থাকে। আমরা পজিটিভলি নিচ্ছি। ভালো খেলেই তাদের মুখে হাসি ফোটাতে চাই।

__________________

একটা আদর্শ ছবি আঁকার চেষ্টা করলাম। সবকিছু যদি সত্যি এরকম হতো, ক্রিকেটে তাহলে কেবল ক্রিকেটই থাকত। কথার দাপট আর খবরদারির স্রোতে ক্রিকেট হারিয়ে যেত না!

____________________

এছাড়া আছে সংবাদমাধ্যম। মিডিয়ারও কিছু দায়িত্ব আছে। তবে মূল ব্যাপার হলো, মিডিয়ার কাজ প্রশ্ন করা। তারা করবেই। এটা মনে রাখতে হবে, সব মিডিয়া মিলে একটি দল বা একটি বোর্ড নয়, যে কেউ তাদের নিয়ন্ত্রণ করবে। নরম্যালি ৩৫-৪০টি মিডিয়া থাকে সংবাদ সম্মেলনে। সবার আলাদা হাউজ, আলাদা ধরন, আলাদা নিউজ, আলাদা ইস্যু, আলাদা ভাবনা থাকে। কাজেই প্রেস কনফারেন্সে নানারকম প্রশ্ন হবেই। বিশ্বজুড়েই প্রেস কনফারেন্সে ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন, হাস্যকর প্রশ্ন, অযৌক্তিক প্রশ্ন, নরম্যাল প্রশ্ন, সবই হয়। কোথাও কম, কোথাও বেশি।

আমি জীবনে বোর্ড সভাপতিকে সরাসরি মাঠের ক্রিকেট নিয়ে প্রশ্ন করিনি। কিন্তু যারা করেন, তাদেরকে দায় দিতে পারি না। বোর্ড সভাপতি যদি চটকদার উত্তর দেন, হেডলাইন দেন, নিউজ দেন, তাহলে তো মিডিয়া জিজ্ঞেস করবেই! সবাই একরকম নয়, সব মিডিয়ার ভাবনা একরকম নয়। আর বোর্ড সভাপতি যখন সেরকম কিছু বলেন, তখন সেটা সবার জন্যই নিউজ! তিনি একদিন-দুুদিন থামিয়ে দিলেই আর এসব প্রশ্ন হবে না।

এরপর বাকি থাকল দর্শক-সমর্থক-অনুসারী। তাদের নিয়ে কিছু বলা কঠিন। তারাও সবাই আলাদা। ভালো অনুসারী, খারাপ অনুসারী, বোধসম্পন্ন অনুসারী, সেন্সিবল, ননসেন্স, সবই থাকবে। সব দেশেই থাকে। কম আর বেশি। আমাদের দেশে ক্রিকেট কালচারই এখনও গড়ে ওঠেনি। কর্তারা পারেননি, ক্রিকেট সংশ্লিষ্টরা, মিডিয়া, কেউ পারেনি। এখানে বোধসম্পন্ন অনুসারী কমই থাকবে। এসব নিয়েই চলতে হবে। দল ভালো করলে, বোর্ড ভালো চললে, এখানেও উন্নতি হবে।

– ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link