রোহিত-রাহুলে উড়ে গেল নিউজিল্যান্ড

দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মাই জয়ের ভীত গড়ে দেন দলের। দু'জনের দুর্দান্ত ব্যাটিংয়ে দশ ওভার শেষেই দলের রান তখন বিনা উইকেটে ৭৯! ৪০ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন রাহুল। দু'জনের তান্ডবে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের বোলাররা। দু'জনে মিলে ওপেনিং জুটিতেই করে ১১৭ রান! ম্যাচে ভার‍তের জয়টা তখন সময়ের ব্যাপার মাত্র।

ভারতের সামনে লক্ষ্য সিরিজ জয় আর নিউজিল্যান্ডের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ। অবশ্য সেটি পারেনি ব্ল্যাকক্যাপসরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো ভারত।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক রোহিত শর্মাই জয়ের ভীত গড়ে দেন দলের। দু’জনের দুর্দান্ত ব্যাটিংয়ে দশ ওভার শেষেই দলের রান তখন বিনা উইকেটে ৭৯! ৪০ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন রাহুল। দু’জনের তান্ডবে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ডের বোলাররা। দু’জনে মিলে ওপেনিং জুটিতেই করে ১১৭ রান! ম্যাচে ভার‍তের জয়টা তখন সময়ের ব্যাপার মাত্র। এরপর দলীয় ১১৭ রানে টিম সাউদির শিকার হয়ে ৪৯ বলে ৬৭ রানে রাহুল ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর দ্বিতীয় উইকেটে ভেঙ্কটেশ আইয়ারের সাথে জুটির পথে ব্যক্তিগত ফিফটির দেখা পান রোহিত।

জয়ের দ্বারপ্রান্তে গিয়ে টিম সাউদির একই ওভারে রোহিত শর্মা ও সুরিয়াকুমার যাদব আউট হন। ৩৬ বলে ৫ ছক্কা ও ১ চারে রোহিত এবং মাত্র ১ রানে ফিরেন সুরিয়া। তবে ঋষাভ পান্তের টানা দুই ছক্কায় দশ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভার‍ত।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে নিউজিল্যান্ড। গাপটিল ও মিশেলের ব্যাটে ওপেনিং জুটিতেই আসে ৪৮ রান। এরপর দলীয় ৪৮ রানে ব্যক্তিগত ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস শেষে ফিরেন গাপটিল। মার্ক চাপম্যান ও মিশেলের ব্যাটে বড় সংগ্রহের দিকেই এগোতে থাকে ব্ল্যাকক্যাপসরা। দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটির পথে ব্যক্তিগত ২১ রানে আউট হন চাপম্যান। এরপর মিশেলও ফেরেন দ্রুতই।

একপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলে গ্লেন ফিলিপস, আরেকপ্রান্তে থিতু হন টিম সেইফার্ট। ১৫ ওভারে দলীয় রান তখন ১২৫। এরপর ১২৫ রানেই ব্যক্তিগত ১৫ বলে ১৩ রানের ধীরগতির ইনিংস শেষে আউট হন সেইফার্ট। জিমি নিশামও খেলেন ১২ বলে ৩ রানের কচ্ছপ গতির এক ইনিংস। তবে ফিলিপসের ২১ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৪ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের পক্ষে অভিষিক্ত হার্শাল প্যাটেল সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

নিউজিল্যান্ড – ১৫৩/৬ (২০ ওভার); ফিলিপস ৩৪(২১), গাপটিল ৩১(১৫), মিশেল ৩১(২৮); প্যাটেল ৪-০-২৫-২, অশ্বিন ৪-০-১৯-১, অক্ষর ৪-০-২৬-১।

ভার‍ত – ১৫৫/৩ (১৭.২ ওভার); রাহুল ৬৭(৪৯), রোহিত ৫৫(৩৬), পান্ত ১২(৬)*, ভেঙ্কটেশ আইয়ার ১২(১১)*; সাউদি ৪-০-১৬-৩।

ফলাফলঃ ভারত ৭ উইকেটে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...