দিস টাইম ফর দিল্লী

গেল আইপিএলের ১৪তম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম করেন মুস্তাফিজ। ১৪ ম্যাচে ৩১ গড়ে শিকার করেন ১৪ উইকেট। এরপর আইপিএলের মেগা নিলামকে সামনে রেখে ফিজকে ছেড়ে দেয় রাজস্থান। ১৫ তম আসরের মেগা নিলামে মুস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই দলে ভেড়ায় দিল্লী ক্যাপিটালস।

গেল কয়েক আসরের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন মুস্তাফিজুর রহমান। তাই বাংলাদেশি সমর্থকদের বড় অংশই এবার দিল্লীর পাশে আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা মোটেও ভাল যায়নি ফিজের। তিন ম্যাচেই ছিলেন উইকেটশূন্য।

অবশ্য আইপিএলে দল পেলেও একাদশে সুযোগ পাওয়া নিয়ে ছিল সংশয়। তবে প্রোটিয়া পেসার আনরিচ নর্কের ইনজুরি আর গুটিকয়েক বিদেশী তারকা ক্রিকেটাররা দলের সাথে যোগ না দেওয়ায় কোয়ারেন্টাইন শেষে নিজের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পান ফিজ। আর সুযোগ পেয়েই করেছেন বাজিমাত।

গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই শিকার করেছেন তিন উইকেট। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম ম্যাচেই কাটার ভেলকি দেখালেন ফিজ। গুজরাটের বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রানের বিনিময়ে তিনি শিকার করেছেন তিন উইকেট।

অস্ট্রেলিয়ান তারকা ম্যাথু ওয়েড, রাহুল তেওয়াতিয়া ও অভিনব মনোহরের উইকেট নেন ফিজ। দিল্লির হয়ে অভিষেক ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই আসেন ফিজ। আর নিজের তৃতীয় বলেই শিকার করেন ম্যাথু ওয়েডের উইকেট। প্রথম ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে নেন ১ উইকেট।

এরপর ইনিংসে ষষ্ঠ ও নিজের তৃতীয় ওভারে এসে দেন মাত্র ৪ রান। ইনিংসে ১৭ ও ব্যক্তিগত তৃতীয় ওভারেও অসাধারণ বোলিং করেন ফিজ। ওই ওভারে ৯ রান দিলেও কোনো বাউন্ডারি আদায় করতে পারেননি মিলার-গিলরা। ইনিংসের শেষ ওভারে বল করতে এসেই দ্বিতীয় বলে রাহুল তেওয়াতিয়াকে নিজের দ্বিতীয় শিকার বানান মুস্তাফিজ। এরপর পঞ্চম বলে ফেরান অভিনব মনোহরকে। ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ৪ ওভারের স্পেলে দেন মাত্র ১ বাউন্ডারি! চার ওভারে ডট দেন সাতটি।

অভিষেকেই মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিংয়েও অবশ্য জয়ের দেখা মেলেনি দিল্লীর। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরেও ৬ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে গুজরাট। গুজরাটের দেওয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে দিল্লী।

লকি ফার্গুসনের বিধ্বংসী স্পেলে চাপা পড়ে যায় মুস্তাফিজের অসাধারণ বোলিং। ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন লকি ফার্গুসন। ব্যাট হাতে মুস্তাফিজ অপরাজিত থাকেন ৫ বলে ৩ রানে। বল হাতে মুস্তাফিজের দ্যুতি ছড়ানোর ম্যাচে ১৪ রানে হেরে যায় দিল্লী!

গেল আইপিএলের ১৪তম আসরে রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম করেন মুস্তাফিজ। ১৪ ম্যাচে ৩১ গড়ে শিকার করেন ১৪ উইকেট। এরপর আইপিএলের মেগা নিলামকে সামনে রেখে ফিজকে ছেড়ে দেয় রাজস্থান। ১৫ তম আসরের মেগা নিলামে মুস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই দলে ভেড়ায় দিল্লী ক্যাপিটালস।

জাতীয় দলের জার্সিতে সেরা ছন্দে না থাকলেও আইপিএলের জার্সি গায়ে পুরনো রূপেই ফিরে গেলেন ফিজ। নিলামে মুস্তাফিজকে ভিত্তিমূল্যতে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন দিল্লির টিম ম্যানেজমেন্টও। দিল্লির হয়ে অভিষেক ম্যাচেই প্রতিপক্ষকে কাটার ম্যাজিকে বিপর্যস্ত করে জানান দিলেন পুরনো রূপেই ফিরেছেন তিনি। এই ধারাবাহিকতা বজায় রাখলে পুরো আসরেই দলের একাদশে নিয়মিত মুখ হিসেবে দেখা যাবে এই তারকা পেসারকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...