যদি-কিন্তুর খেলা ইংল্যান্ড, ফ্রান্স, ইতালিতে!

লা লিগা রোমাঞ্চ শেষ হয়েছে অ্যাটলেটিকোর জয় দিয়ে। কিন্তু এখনোও রোমাঞ্চ বাকি বাকি তিন দেশে। টপ ফাইভ লিগে শুধু জার্মানি, ইংল্যান্ড আর ইতালিতেই শিরোপার লড়াই শেষ হয়েছে। শিরোপার লড়াই শেষ দিন পর্যন্ত গিয়েছে স্পেন আর ফ্রান্সে। ইংল্যান্ড আর ইতালিতে লড়াই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের। দেখে নেওয়া যাক শেষ দিনে কী অপেক্ষা করছে ফুটবল সমর্থকদের জন্য!

লা লিগা রোমাঞ্চ শেষ হয়েছে অ্যাটলেটিকোর জয় দিয়ে। কিন্তু এখনোও রোমাঞ্চ বাকি বাকি তিন দেশে। টপ ফাইভ লিগে শুধু জার্মানি, ইংল্যান্ড আর ইতালিতেই শিরোপার লড়াই শেষ হয়েছে। শিরোপার লড়াই শেষ দিন পর্যন্ত গিয়েছে স্পেন আর ফ্রান্সে। ইংল্যান্ড আর ইতালিতে লড়াই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের। দেখে নেওয়া যাক শেষ দিনে কী অপেক্ষা করছে ফুটবল সমর্থকদের জন্য!

  • ফ্রান্স

শুরু করা যাক ফ্রেঞ্চ লিগের লড়াই দিয়েই। নাসের-আল-খেলাইফি পিএসজি কিনে নেওয়ার পর থেকে ফ্রেঞ্চ লিগ অনেকটাই হয়ে গিয়েছে ওয়ান ক্লাব লিগ। কিন্তু এবার যেন সেই যাত্রাতে বাঁধা পরতে চলেছে। থমাস টুখেলের বিদায়ের পর মানিয়ে নিতে বেশ খানিকটা সময় লেগেছিল পিএসজির। আর সেই সুযোগেই তরতর করে নিজেদের এগিয়ে নিয়েছে লিঁল। ৩৭ ম্যাচ শেষে লিঁলের পয়েন্ট ৮০, অন্যদিকে পিএসজির ৭৯।

সবচেয়ে বড় পার্থক্য তৈরি হয়েছে পচেত্তিনো আসার পর। পচেত্তিনো আসার পর টানা কয়েক ম্যাচে হেরেছে পিএসজি। এই ৮ হার পিছিয়ে দিয়েছে পিএসজিকে। আর সে জায়গাতে ১১ ড্র নিয়ে উপরে উঠে গিয়েছে লিঁল। তবে দৌড়ে পিছিয়ে নেই তৃতীয়তে থাকা মোনাকোও। তবে তাদের জন্য সমীকরণটাও বেশ কঠিন।

আজকে লিঁল মুখোমুখি হবে অ্যাঞ্জার্সের। লিগ টেবিলের ১২ তম অবস্থানে আছে তারা। লিঁলের জন্য সমীকরণটা সোজা। নিজেদের ম্যাচ জিতলেই শিরোপা তাদের। ড্র কিংবা হেরেও সুযোগ থাকছে, তবে সেটা যদি পিএসজি নিজেদের ম্যাচে পয়েন্ট হারায়।

অন্যদিকে পিএসজি শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রেস্টের। শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচ জিততেই হবে সেই সাথে আশা করতে হবে যাতে লিঁল তাদের ম্যাচে পয়েন্ট হারায়। পিএসজি যদি ড্র করে তাও শিরোপা জেতার সুযোগ থাকবে যদি লিঁল নিজেদের ম্যাচ হারে। কারণ ফ্রেঞ্চ লিগে পয়েন্ট সমান থাকলে টাইব্রেক হয় গোল ডিফারেন্সে। সেদিকে বেশ এগিয়ে আছে পিএসজি।

সবচেয়ে বেশি নাটকীয়টার অপেক্ষায় আছে মোনাকো। মোনাকো মুখোমুখি হবে ছয়ে থাকা লেন্সের। তাদের পয়েন্ট ৭৭। তাদেরকে নিজেদের ম্যাচ তো জিততেই হবে, সেই সাথে চোখ রাখতে হবে পিএসজি ও লিঁলের ম্যাচের দিকে। তাদের দুইজনকেই নিজেদের ম্যাচে হারতে হবে। সেই সাথে লিঁলকে এমন ব্যবধানে হারতে হবে যাতে করে লিঁল ও মোনাকোর মধ্যে থাকা ৬ গোলের ব্যবধান কমে মোনাকোর গোল ব্যবধান বেড়ে যায়।

  • লিঁল জয়ী হবে যদি

লিঁল জিতে।

লিঁল ড্র করলে: পিএসজি হারলে।

লিঁল হারলে: পিএসজি ও মোনাকো হারলে।

  • পিএসজি জয়ী হবে যদি

পিএসজি জিতে ও লিঁল ড্র করে।

পিএসজি জিতে ও লিঁল হারে।

পিএসজি ড্র করে এবং লিঁল-মোনাকো হারে।

  • মোনাকো জয়ী হবে যদি

মোনাকো জিতে এবং পিএসজি-লিঁল হারে। সেক্ষেত্রে লিঁল ও মোনাকোর গোল ব্যবধান অন্তত ৬ হতে হবে।

  • ইংল্যান্ড

ইংল্যান্ডে শিরোপার লড়াই শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। ম্যানচেস্টার সিটি জিতে নিয়েছে প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার ইউনাইটেডও জিতে নিয়েছে তাদের দ্বিতীয় স্থান সেই সাথে চ্যাম্পিয়নস লিগ স্পট। কিন্তু পরবর্তী দুই পজিশন নিয়েই আজকের লড়াই। এই দুই পজিশনে থাকা দুই দলই সুযোগ পাবে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার। আর সেজন্যই মাঠে নামবে চেলসি, লিভারপুল আর লেস্টার সিটি।

আজ চেলসি মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। এক পয়েন্টে এগিয়ে আছে তারা। তাদের জন্য জয়ই যথেষ্ট। অন্যদিকে ড্র কিংবা হারলেও সুযোগ থাকবে পরের পর্বে যাওয়ার। সেজন্য অন্য দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। অন্য দুই দলের একজন কেউ পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে যাবে তাঁরা।

লিভারপুলের জন্যও সমীকরণটা সোজা, ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নস লিগ। তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। তবে হারলে কিংবা ড্র করলে তাকিয়ে থাকতে হবে লেস্টারের দিকে। তারা লিভারপুলের সমান ফলাফল করলেই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত তাদের।

শেষ ম্যাচ হেরে সমীকরণটা সামান্য জটিল করে ফেলেছে লেস্টার। তাদেরকে এখন শুধু জিতলেই হবে না, অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হবে। তাতে করে গোল ডিফারেন্সে লিভারপুল থেকে এগিয়ে যেতে পারবে তারা। কিংবা সবচেয়ে সহজ কাজটা হলো বাকি দুই দলের পয়েন্ট হারানোর জন্য প্রার্থনা করা। টটেনহ্যাম তাদের জন্য সোজা প্রতিপক্ষ হবে না অবশ্য।

  • চেলসি যাবে যদি

চেলসি জিতে।

চেলসি ড্র করে: লিভারপুল ও লেস্টার ড্র করলে। লিভারপুল জিতলে ও লেস্টার হারলে। লেস্টার জিতলে ও লিভারপুল হারলে।

চেলসি হারলে: লিভারপুল ও লেস্টার ড্র করলে। লিভারপুল জিতলে ও লেস্টার হারলে। লেস্টার জিতলে ও লিভারপুল হারলে।

  • লিভারপুল যাবে যদি

লিভারপুল জিতে।

লিভারপুল ড্র করে: লেস্টার ড্র করলে। চেলসি হারলে ও লেস্টার জিতলে। চেলসি ড্র করলে ও লেস্টার জিতলে।

লিভারপুল হারে: লেস্টার হারলে।

  • লেস্টার যাবে যদি

লেস্টার জিতে: চেলসি-লিভারপুলের মধ্যে কেউ একজন ড্র কিংবা হারলে। লেস্টার ৫ গোলের ব্যবধানে জিতলে ও লিভারপুল ১ গোলের ব্যবধানে জিতলে।

  • ইতালি

ইতালির সমীকরণটাও অনেকটা ইংল্যান্ডের মতই। এখানেও তিন দল লড়াই করছে দুই চ্যাম্পিয়নস লিগ স্পটের জন্য। মিলান, নাপোলি ও জুভেন্টাস মাঠে নামবে এই দুই পজিশনের জন্য।

৭৬ পয়েন্ট নিয়ে মিলান মুখোমুখি হবে দুইয়ে থাকা আতালান্তার। মিলানের জন্য জয়ই পারে তাদের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দিতে। তবে ড্র কিংবা হারলে নজর রাখতে হবে নাপোলি-জুভেন্টাসের দিকে। তারা যদি মিলানের সমান ফলাফল করে তবেই সুযোগ থাকবে তাদের।

মিলানের মতন একই অবস্থা নাপোলির। ৭৬ পয়েন্ট নিয়ে নাপোলি মুখোমুখি হচ্ছে দশে থাকা ভেরোনার। তাদের জন্যও জিতলেই চ্যাম্পিয়নস লিগ। তবে হারলে বা ড্র করলে তাকিয়ে থাকতে হবে জুভেন্টাসের দিকে। তারা যদি পয়েন্ট হারায় তবে নিজেদের ম্যাচে পয়েন্ট হারিয়েও চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে নাপোলি।

অন্যদিকে জুভেন্টাস মুখোমুখি বারোতমতে থাকা বোলোনিয়ার। তাদেরকে অপেক্ষা করতে হবে যাতে উপরে থাকা মিলান কিংবা নাপোলির পয়েন্ট হারানোর। ৭৫ পয়েন্ট নিয়ে পিছিয়ে থাকা জুভেন্টাসকে আজকের ম্যাচ তো জিতলেই হবে, সেই সাথে তাদের কারো পয়েন্ট হারানো জুভেন্টাসকে সুযোগ করে দিবে চ্যাম্পিয়নস লিগে।

  • মিলান যাবে যদি

মিলান জিতে।

মিলান ড্র করে: নাপোলি জিতে ও জুভেন্টাস হারে। নাপোলি ড্র করে ও জুভেন্টাস ড্র করে। নাপোলি হারে ও জুভেন্টাস জিতে।

মিলান হারলে: নাপোলি জিতে ও জুভেন্টাস হারে। নাপোলি ড্র করে ও জুভেন্টাস ড্র করে। নাপোলি হারে ও জুভেন্টাস জিতে।

  • নাপোলি যাবে যদি

নাপোলি জিতে।

নাপোলি ড্র করে: মিলান জিতে ও জুভেন্টাস হারে। মিলান ড্র করে ও জুভেন্টাস হারে। মিলান হারে ও জুভেন্টাস জিতে।

নাপোলি হারলে: মিলান জিতে ও জুভেন্টাস হারে। মিলান ড্র করে ও জুভেন্টাস হারে।

  • জুভেটাস যাবে যদি

জুভেন্টাস জিতে এবং মিলান/নাপোলি পয়েন্ট হারায়।

দেখা যাক এই যদি, তবে, কিন্তুর খেলায় জয়ী হয় কারা?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...