বন্ধুর প্রতি বন্ধু

রাজ্জাক নির্বাচক হওয়াতে তাকে শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের এক সময়ের সতীর্থ বন্ধু মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি তাঁর ভেরিভাইড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন রাজ্জাক ক্রিকেট কতটা বোঝে সেটা দেখানোর সুযোগ পেয়েছে সে।

দু জনের বন্ধুত্ব নিয়ে গল্পের শেষ নেই।

দু জনে একসাথে চুটিয়ে জাতীয় দলে খেলেছেন। সেরা সময়ে পরষ্পরের সাথে ছিলেন। মাঠের বাইরেও বন্ধুত্বটা দীর্ঘ। আবার বন্ধুত্বের জন্য পেশাদারিত্বর সাথে আপোষ না করার উদাহরণও আছে। সেই বন্ধু দু জন মাশরাফি বিন মুর্তজা ও আব্দুর রাজ্জা।

এবার রাজ্জাকের বড় প্রাপ্তিতে তাকে শুভেচ্ছাবার্তা লিখেছেন মাশরাফি।

জাতীয় দলের দুই সদস্যের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছে আরো একটি নাম; জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। দীর্ঘ ১০ মাস পর গত বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন নির্বাচক হিসেবে চূড়ান্ত করা হয়েছে এই স্পিনারকে।

রাজ্জাক নির্বাচক হওয়াতে তাকে শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের এক সময়ের সতীর্থ বন্ধু মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি তাঁর ভেরিভাইড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন রাজ্জাক ক্রিকেট কতটা বোঝে সেটা দেখানোর সুযোগ পেয়েছে সে।

মাশরাফি লিখেছেন, ‘বন্ধু একটু দেরি হয়ে গেল শুভ কামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস, তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস। জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ।’

রাজ্জাক দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে এবং সর্বশেষ ওয়ানডে খেলেছেন তারও চার বছর আগে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর গত কয়েক বছর ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেও জাতীয় দলে উপেক্ষিত থাকার পর এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তিনি।

রাজ্জাক ১৩ টেস্টে মাত্র ২৮ উইকেট নিলেও প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ানডেতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়ানডেতে ১৫৩ ম্যাচে শিকার করেছেন ২০৭ উইকেট আর ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর শিকার ৪৪ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটেও ৬৩৪ উইকেট রয়েছে রাজ্জাকের ঝুলিতে।

জাতীয় দলের নির্বাচক হিসাবে অনেক দিন ধরেই আলোচনাতে ছিলো রাজ্জাকের নাম। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিলেন আরেক সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিজ। তবে বিসিবির কাছে রাজ্জাকই ছিলেন প্রথম পছন্দ। তাই রাজ্জাককে নির্বাচক করার জন্য বিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বোলিং ভেলকি দেখার পর এবার সবাই রাজ্জাকের মস্তিষ্কের ভেলকি দেখবে বলেও আশাবাদী মাশরাফি।

মাশরাফি বলেছেন, নিজেও অনেক ক্রিকেটীয় সংকটে রাজ্জাকের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তিনি লিখেছেন, ‘এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই; এবার দেখবে তোর মস্তিস্কর। যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিলোনা। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ।  ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।’

মাশরাফি ২০১৫ থেকে জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় কখনো রাজ্জাক ওয়ানডে দলে ডাক পাননি। নিরুপায় অধিনায়ক মাশরাফি সে সময় পেশাদারিত্বের সাথে আপোষ করেননি। এবার আবার মাশরাফি খেলোয়াড়ই আছেন। কিন্তু তাদের নির্বাচক হিসেবেই কাজ করবেন রাজ্জাক।

বন্ধুত্বের কতো রূপ!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...