Social Media

Light
Dark

মিরাজের জন্য খুলতে পারে আইপিএলের দুয়ার

মেহেদী হাসান মিরাজের আইপিএল খেলার দ্বার উন্মোচিত হতে পারে। সম্ভাবনা রয়েছে ২০২৫ আসরের নিলামে তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। পরিস্থিতি আর পূর্বের পরিকল্পনার ছক অনুযায়ী মিরাজকে প্রাধান্য দিতে পারে তিনটি ফ্রাঞ্চাইজি।

মেহেদী হাসান মিরাজের আইপিএল খেলার দ্বার উন্মোচিত হতে পারে। সম্ভাবনা রয়েছে ২০২৫ আসরের নিলামে তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। পরিস্থিতি আর পূর্বের পরিকল্পনার ছক অনুযায়ী মিরাজকে প্রাধান্য দিতে পারে তিনটি ফ্রাঞ্চাইজি।

বিগত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ধারাবাহিক মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে দারুণ কিছু করে দেখানোর সক্ষমতা রয়েছে তার। অন্যদিকে, বল হাতেও যথেষ্ট কার্যকর তিনি। তাছাড়া একটু স্পিন বান্ধব উইকেটে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়ার সক্ষমতা রয়েছে মিরাজের।

এই দিকগুলো বিবেচনা করে তাকে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংস। কেননা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের স্লো ও টার্নিং উইকেটে স্পিনাররা সাধারণত ভাল ফলাফল পেয়ে থাকেন। এমন কন্ডিশনে চেন্নাই বরাবরই স্পিনারদের উপর ভরসা করে থাকে। সে সুবাদে ঘরের মাঠে সর্বাধিক জয় পাওয়া দল তারা।

এসব দিক বিবেচনায় একজন কার্যকর স্পিনিং অলরাউন্ডার হিসেবে মিরাজকে দলে নিতে পারে চেন্নাই। তবে প্রায় একই রকম কথা খাটে কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রেও। ইডেন গার্ডেনও মাঝেমধ্যে স্পিনারদের স্বর্গরাজ্যে পরিণত হয়। এমন উইকেটে টুর্নামেন্টের অর্ধেক ম্যাচই খেলে কলকাতা। তারাও খানিকটা স্পিন নির্ভর দল।

তাছাড়া স্পিনারদের পরিচর্যাতেও বেশ মনযোগী কলকাতা। তাই তো মিরাজের জন্য কলকাতা হতে পারে বেশ আদর্শ ফ্রাঞ্চাইজি। সুনীল নারাইনের মত অভিজ্ঞ স্পিনারদের কাছ থেকে শেখার সুযোগও পাবেন মিরাজ। এছাড়া মেকশিফট ওপেনার হিসেবেও দলকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রয়েছে।

এছাড়াও মিরাজকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদও। কেননা তাদেরও ঘরের মাঠের কন্ডিশন প্রায় একই রকম। স্পিন সহায়ক উইকেটে একজন পরীক্ষিত সেনানী দলের ভারসাম্য বাড়াতে পারে। তাছাড়া অলরাউন্ডার মিরাজ কঠিন পরিস্থিতিতেও পারফর্ম করতে পটু। সে বিবেচনা তাকে পরিকল্পনার অংশ করতে পারে হায়দ্রাবাদ।

তবে আদতে মিরাজ প্রথমবারের মত আইপিএল খেলবেন কি-না সেটা হয়ত সময়ই বলে দেবে। কিন্তু পরীক্ষিত একজন কার্যকর অলরাউন্ডার বহু দলের প্রয়োজন হবে আসন্ন আইপিএলে। কেননা ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম নিয়ে নানামুখী বিতর্ক রয়েছে। এমনকি এই নিয়ম বাতিল করতে পারে আইপিএল কর্তৃপক্ষ।

Share via
Copy link